মাধ্যমিক ৭ম শ্রেণি গণিত, ২০২৩, এনসিটিবি, বাংলা
মাধ্যমিক ৭ম শ্রেণি গণিত, ২০২৩, এনসিটিবি, বাংলা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একটি নিয়মিত, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জন। সর্বশেষ শিক্ষাক্রম পরিমার্জন করা হয় ২০১২ সালে। ইতোমধ্যে অনেক সময় পার হয়ে গিয়েছে। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়নের। এই উদ্দেশ্যে শিক্ষার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং শিখন চাহিদা নিরূপণের জন্য ২০১৭ থেকে ২০১৯ সালব্যাপী এনসিটিবির আওতায় বিভিন্ন গবেষণা ও কারিগরি অনুশীলন পরিচালিত হয়।
যোগ্যতাভিত্তিক এ শিক্ষাক্রমের আলোকে সকল ধারার (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই পাঠ্যপুস্তক প্রণয়ন করা হলো। বাস্তব অভিজ্ঞতার আলোকে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এমনভাবে রচনা করা হয়েছে যেন তা অনেক বেশি সহজবোধ্য এবং আনন্দময় হয়।
মাধ্যমিক ৭ম শ্রেণি গণিত, ২০২৩, এনসিটিবি, বাংলা
মাধ্যমিক ৭ম শ্রেণি গণিত সূচিপত্র
সূচকের গল্প
- গুণের গণনার খেলা
- ০ ও ১ এর সূচক
- সূচক নিয়ে কারিকুরি
- সূচকের ভাগ ১
- ঘাত যখন ০
- সূচকের ভাগ ২
- সূচকের সূচক
- আরও একটু সূচক
অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ
- অজানা রাশির সূচকে বর্গ
- অজানা রাশির সূচকে ঘন
- সূচকের শূন্য বিধি
- বীজগণিতীয় রাশির গুণ
- বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ (দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ)
- সহজ উপায়ে (বীজগণিতের সূত্র) বর্গসংখ্যা নির্ণয়
ভগ্নাংশের গসাগু ও লসাগু
- সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক
- একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক ও গসাগু
- সাধারণ ভগ্নাংশের গুণিতক
- সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু
- দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু
- দশমিক ভগ্নাংশের গসাগু
- দশমিক ভগ্নাংশের লসাগু
অনুপাত, সমানুপাত
- অনুপাত ও সমানুপাত
- ত্রৈরাশিকের গল্প
আকৃতি দিয়ে যায় চেনা
- আকৃতি দিয়ে যায় চেনা
- জ্যামিতিক আকৃতি গঠন
- ত্রিভুজের বৈশিষ্ট্য
- ত্রিভুজের কোণের সম্পর্ক
- ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক
সর্বসমতা ও সদৃশতা
- সর্বসমতা ও সদৃশতা
- চারকাঠির খেলা
বাইনারি সংখ্যার গল্প
- অনুমানের খেলা
- কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা
- হাতের আঙুলে বাইনারি গণনা
- বাইনারি মোমবাতি অথবা কেকে সাধারণ মোমবাতি
- বাইনারি প্রকাশ ব্যবহার করে বর্ণের জন্যে কোড
চলো বৃত্ত চিনি
- চলো বৃত্ত চিনি
- বৃত্তের ব্যাসার্ধ মাপি
- বস্তুর ভারসাম্য করণ
- বৃত্তের পরিধির দৈর্ঘ্য নির্ণয়
- বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত
- বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল
- বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি
অজানা রাশির উৎগাদক, গসাগু ও লসাগু
- বীজগণিতীয় রাশির উৎপাদক নির্ণয়
- বীজগণিতীয় রাশিমালার গসাগু ও লসাগু
নানা রকম আকৃতি মাপি
- ট্রাপিজিয়াম আকৃতির ক্ষেত্রফল মাপি
- বিকল্প পদ্ধতিতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়
- রম্বসের (Rhombus) ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি
- ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি
- ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র খুঁজি
- কাগজ কেটে বেলন বা সিলিন্ডার বানাই
- সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডারের আয়তন
অজানা রাশির ভগ্নাংশের গল্প
- বীজগণিতীয় ভগ্নাংশের যোগ ও বিয়োগ
- বীজগণিতীয় রাশির ভাগ
- বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ
অজানা রাশির সমীকরণ
- একচলক বিশিষ্ট সরল সমীকরণ
- সমীকরণের বিধিসমূহ
- একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ
- তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ
- উপাত্তের উপস্থাপন
- গণসংখ্যা নিবেশন সারণি
- প্রকৃত শ্রেণিসীমা নির্ণয়
- উপাত্ত লেখচিত্রে উপস্থাপন
- পাই চিত্ৰ
আরও দেখুন: