পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনী

আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনী আলোচনা করবো। এটি অষ্টম শ্রেনী গণিতের পিথাগোরাসের উপপাদ্য এর অন্তর্গত।

 

পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনী

 

পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনী

১। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 1 : √2 হলে এর বৃহত্তম কোনটির মান কত ?

ক) 80°

খ) 90°

গ) 100°

ঘ) 120°

২। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5° হলে ক্ষুদ্রতম কোনটির মান কত?

ক) 40 °

খ) 42.5°

গ) 47.5°

ঘ) 50°

৩। সমকোণী ত্রিভুজের অতিভুজ x একক এবং অপর বাহুদ্বয়ের একটি y একক হলে ৩য় বাহুটির দৈর্ঘ্য কত একক?

ক) x2 + y2

খ) x2 + y2

গ) √(x² – y2)

ঘ) x² – y2

 

সমকোণী ত্রিভুজ

 

৪। পরিমাপটির কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

ক) 4, 4, 5

খ) 5, 12, 13

গ) 8, 10, 12

ঘ) 2, 3, 4

৫। ABC এ A = ১ সমকোণ হলে এর

i. অতিভুজ BC

i. ক্ষেত্রফল = AB.AC 2

iii.BC2 = AB2 + AC2

নিচের কোনটি সঠিক?

ক) iও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৬। সমকোণী ত্রিভুজের-

i. বৃহত্তম বাহুটি অতিভুজ

ii. ক্ষুদ্রতর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান ।

iii.সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের পূরক

নিচের কোনটি সঠিক?

নিচের চিত্রের আলোকে ৭-৯ নং প্রশ্নের উত্তর দাও :

 

পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনী

 

চিত্রে A = 90°

৭। PQ এর দৈর্ঘ্য কত সে.মি.?

ক) 6

খ) 6.5

গ) 7

ঘ) 9.5

৮। ABC = কত বর্গ সে.মি.?

ক) 39

খ) 32.5

গ) 30

ঘ) 15

৯। APQ এর পরিসীমা কত সে.মি.?

ক) 15

খ) 12.5

গ) 10

ঘ) 7.5

ABCDE বহুভুজেAE || BC, CF AE এবং DQ CF .ED = 10 মি.মি., EF = 2 মি.মি. BC = 8 মি.মি. AB = 12 মি.মি.

উপরের তথ্যের ভিত্তিতে নিচের (১০-১৩) নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনী

 

১০। ABCF চতুর্ভুজের ক্ষেত্রফল কত বর্গ মি.মি. ?

ক. 64

খ. 96

গ. 100

ঘ. 144

১১। নিচের কোনটি FPC ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে ?

ক. 32 বর্গ মি.মি.

খ. 48 বর্গ মি.মি.

গ. 72 বর্গ মি.মি.

ঘ. 60 বর্গ মি.মি.

১২। CD এর দৈর্ঘ্য নিচের কোনটিতে প্রকাশ পায় ?

ক. 2√2 মি.মি.

খ. 4 মি.মি.

গ. 4√2 মি.মি.

ঘ.৪ মি.মি.

১৩। নিচের কোনটিতে FPC ও DQC এর ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে ?

ক. 46 বর্গ মি.মি.

খ. 48 বর্গ মি.মি.

গ. 50 বর্গ মি.মি.

ঘ. 52 বর্গ মি.মি.

১৪। ABC একটি সমবাহু ত্রিভুজ । AD, BC-এর উপর লম্ব ।

প্রমাণ কর যে, AB2 + BC2 + CA2 = 4AD

১৫। ABCD চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে ।

প্রমাণ কর যে, AB2 + CD = BC2 + AD 2

১৬। ABC ত্রিভুজের A সমকোণ এবং CD একটি মধ্যমা ।

প্রমাণ কর যে, BC2 = CD 2 + 3AD

১৭। ABC ত্রিভুজের A সমকোণ BP ও CQ দুইটি মধ্যমা ।

প্রমাণ কর যে, 5BC2 = 4 (BP2 + CO2)

১৮। প্রমাণ কর যে, কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ।

১৯।

 

পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনী

 

A চিত্রে OB = 4 সে.মি হলে BD এবং AC এর দৈর্ঘ্য নির্ণয় কর ।

২০। প্রমাণ কর যে, কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক ।

২১। ABC ত্রিভুজের A = এক সমকোণ । D, AC এর উপরস্থ একটি বিন্দু । প্রমাণ কর যে, BC2 + AD2 = BD 2 + AC2

২২। ABC ত্রিভুজের A = এক সমকোণ Dও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে, প্রমাণ কর যে, DE2 = CE 2 + BD 2

২৩। ABC এ BC এর উপর লম্ব AD এবং AB > AC প্রমাণ কর যে, AB2 – AC2 = BD 2 – CD2 –

২৪। ABC এ BC এর উপর AD লম্ব এবং AD এর উপর P যেকোনো বিন্দু ও AB > AC প্রমাণ কর যে, PB2 – PC2 = AB2 = AC2

২৫।

 

পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনী

 

ক. POST কী ধরনের চতুর্ভুজ ? স্বপক্ষে যুক্তি দাও ।

খ. দেখাও যে, APRT সমকোণী ।

গ. প্রমাণ কর যে, PR 2 = PQ 2 + QR 2

২৬। PQR এ P = 90°, PQ এবং PR এর মধ্যবিন্দু যথাক্রমে N ও M

ক) ত্রিভুজটি আঁক ।

খ) চিত্র থেকে প্রমাণ কর যে, PR 2 + PQ 2 = QR |

গ) প্রমাণ কর 5RQ2 = 4 (RN2 + QM2 )

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment