ওজন পরিমাপ

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ ওজন পরিমাপ । এটি অষ্টম শ্রেনী গণিতের পরিমাপ অংশের অন্তর্গত।

 

ওজন পরিমাপ

 

ওজন পরিমাপ

আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথেই মাপ-জোখের ব্যাপারটি জড়িত। এছাড়া বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সূক্ষ্ম মাপ-জোখের প্রয়োজন হয়। আমাদের দৈনন্দিন জীবনে এ মাপ-জোখের বিষয়টাকে বলা হয় পরিমাপ। সুতরাং, কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়।

প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য ও অন্যান্য দ্রব্যের আকার, আকৃতি ও ধরনের ওপর এ পরিমাপ পদ্ধতি নির্ভর করে। দৈর্ঘ্য মাপার জন্য, ওজন পরিমাপ করার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি রয়েছে। ক্ষেত্রফল ও ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপ দ্বারা তৈরি পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়।

প্রত্যেক বস্তুর ওজন আছে । বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তু ওজন করা হয় ।

 

ওজন পরিমাপ

 

ওজন পরিমাপের মেট্রিক এককাবলি

১০ মিলিগ্রাম (মি. গ্রা.) = ১ সেন্টিগ্রাম (সে. গ্রা.)

১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম (ডেসিগ্রা.)

১০ ডেসিগ্রাম = ১ গ্রাম (গ্রা.)

১০ গ্ৰাম = ১ ডেকাগ্রাম (ডেকা.গ্রা.)

১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম (হে.গ্ৰা.)

১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম (কে.জি.)

 

ওজন পরিমাপের একক : গ্রাম ১ কিলোগ্রাম বা ১ কে.জি. = ১০০০ গ্রাম

মেট্রিক পদ্ধতিতে ওজন পরি-মাপের জন্য ব্যবহৃত আরও দুইটি একক আছে। অধিক পরিমাণ বস্তুর ওজন পরি-মাপের জন্য কুইন্টাল ও মেট্রিক টন একক দুইটি ব্যবহার করা হয় ।

 

ওজন পরিমাপ

 

১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল

১০০০ কিলোগ্রাম =  ১ মেট্রিক টন

উদাহরণ ২।

১ মেট্রিক টন চাল ৬৪ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে ?

সমাধান :

১ মেট্রিক টন = ১০০০ কেজি

৬৪ জন শ্রমিক পায় ১০০০ কেজি চাল

১ জন শ্রমিক পায় ১০০০/৬৪ কেজি চাল

= ১৫.৬২৫ কেজি চাল

= ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল

প্রত্যেক শ্রমিক ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল পাবে ।

Leave a Comment