আজকে আমাদের আলোচনার বিষয়ঃ গনিতে আয়তন । এটি অষ্টম শ্রেনী গণিতের পরিমাপ অংশের অন্তর্গত।
গনিতে আয়তন
ঘনবস্তুর ঘনফলই আয়তন
আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ = দৈর্ঘ্যের পরিমাপ x প্রস্থের পরিমাপ x উচ্চতার পরিমাপ
দৈর্ঘ্যের পরিমাপ, প্রস্থের পরিমাপ ও উচ্চতার পরিমাপ একই এককে প্রকাশ করে আয়তনের পরিমাপ ঘন এককে নির্ণয় করা হয়। দৈর্ঘ্য ১ সেন্টিমিটার, প্রস্থ ১ সেন্টিমিটার এবং উচ্চতা ১ সেন্টিমিটারবিশিষ্ট বস্তুর আয়তন ১ ঘন সেন্টিমিটার ।
আয়তন পরিমাপে মেট্রিক এককাবলি
১০০০ ঘন সেন্টিমিটার ( ঘন সে. মি. ) = ১ ঘন ডেসিমিটার (ঘ. ডেসি.মি.) = ১ লিটার
১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘন মিটার (ঘ.মি.) ১ ঘন মিটার = ১ স্টেয়র ১০ ঘন স্টেয়র = ১ ডেকা স্টেয়র ১ ঘন সে.মি. (সি.সি.) = ১ মিলিলিটার ১ ঘনইঞ্চি = ১৬.৩৯ মিলিলিটার (প্রায়) |
আয়তনের মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক
১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়)
১ ডেকাস্টেয়র = ১৩.০৮ ঘনগজ (প্রায়) ১ ঘনফুট = ২৮.৬৭ লিটার (প্রায়) |
উদাহরণ ৭ ।
একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে. মি. এবং উচ্চতা ১ মিটার । বাক্সটির আয়তন কত ?
সমাধান :
দৈর্ঘ্য = ২ মিটার = ২০০ সে. মি.
প্রস্থ = ১ মিটার ৫০ সে. মি. = ১৫০ সে. মি.
এবং উচ্চতা = ১ মিটার = ১০০ সে. মি.
বাক্সটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (২০০ × ১৫০ × ১০০) ঘন সে.মি.
= ৩০০০০০০ ঘন সে.মি.
= ৩ ঘনমিটার
বিকল্প পদ্ধতি :
দৈর্ঘ্য = ২ মিটার, প্রস্থ = ১ মিটার ৫০ সে. মি. = ১ ১/২মিটার এবং উচ্চতা = ১ মিটার ।
:: বাক্সটির আয়তন = দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা
= ( ২ x ৩/২ x ১) ঘনমিটার
= ৩ ঘনমিটার
নির্ণেয় আয়তন ৩ ঘনমিটার ।
উদাহরণ ৮ ।
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে, গভীরতা কত ?
সমাধান :
চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল = ২.৫৬ মিটার x ১.২৫ মিটার
= ২৫৬ সে. মি. x ১২৫ সে. মি.
= ৩২০০০ বর্গ সে. মি.
চৌবাচ্চায় ৮০০০ লিটার বা ৮০০০ × ১০০০ ঘন সে. মি. পানি ধরে। [ ১০০০ ঘন সে. মি. = ১ লিটার ]
অতএব, চৌবাচ্চাটির আয়তন ৮০০০০০০ ঘন সে. মি
.:. চৌবাচ্চাটির গভীরতা = ৮০০০০০০/৩২০০০ সে. মি. = ২৫০ সে. মি. = ২.৫ মিটার ।
বিকল্প পদ্ধতি :
চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল = ২.৫৬ মিটার x ১.২৫ মিটার = ৩.২ বর্গ মি.
চৌবাচ্চায় ৮০০০ লিটার বা ৮০০০ × ১০০০ ঘন সে. মি. পানি ধরে ।
চৌবাচ্চাটির আয়তন = (৮০০০ × ১০০০)/১০০০০০০ ঘন মি. = ৮ ঘন মিটার [ ১ ঘন মি. = ১০০০০০০ ঘন সে.মি. ]
চৌবাচ্চাটির গভীরতা = ৮/৩.২ মিটার = ২.৫ মিটার ।
উদাহরণ ৯।
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ । প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয় । ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর ।
সমাধান :
৭.৫০ টাকা খরচ হয় ১ বর্গমিটারে
১ টাকা খরচ হয় ১/৭.৫০ বর্গমিটারে
১১০২.৫০ টাকা খরচ হয় (১ × ১১০২.৫)/ ৭.৫০ বর্গমিটারে
= ১৪৭ বর্গমিটারে
অর্থাৎ, ঘরের ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার ।
মনে করি, প্রস্থ = ক মিটার
দৈর্ঘ্য = ৩ক মিটার
ক্ষেত্রফল (দৈর্ঘ্য x প্রস্থ ) বর্গ একক
= (৩ক X ক) বর্গমিটার = ৩ক২ বর্গমিটার
শর্তানুসারে,
৩ক২ = ১৪৭
বা, ক২ = ১৪৭
বা, ক২ = ৪৯
ক = √৪৯ =৭
অতএব, প্রস্থ = ৭ মিটার,
এবং দৈর্ঘ্য = (৩ × ৭) মিটার বা ২১ মিটার ।
উদাহরণ ১০।
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?
সমাধান :
ঘরের আয়তন = দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা
= ১৬ মি. × ১২ মি. x ৪ মি.
= ৭৬৮ ঘনমিটার
= ৭৬৮ × ১০০০০০০ ঘন সে.মি.
= ৭৬৮০০০০০০ ঘন সে.মি.
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী
১ ঘন সে. মি. বায়ুর ওজন = ০.০০১২৯ গ্রাম
অতএব, ঘরটিতে বায়ুর পরিমাণ = ৭৬৮০০০০০০ × ০.০০১২৯ গ্রাম
= ৯৯০৭২০ গ্রাম
= ৯৯০.৭২ কিলোগ্রাম
ঘরটিতে ৯৯০.৭২ কিলোগ্রাম বায়ু আছে ।
উদাহরণ ১১ ।
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?
সমাধান :
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ মি. + (২ + ২) মি. = ২৫ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৫ মি. + (২ + ২) মি. = ১৯ মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (২৫ × ১৯) বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার = ৩১৫ বর্গমিটার
রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার
ঘাস লাগানোর মোট খরচ = (১৬০ × ২.৭৫) টাকা = ৪৪০.০০ টাকা
অতএব, ঘাস লাগানোর মোট খরচ ৪৪০ টাকা ।
উদাহরণ ১২।
৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত ?
সমাধান :
দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = ৪০ × ১.৫ বর্গমিটার = ৬০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = = (৩০ – ১.৫) × ১.৫ বর্গমিটার = ২৮.৫ × ১.৫ বর্গমিটার = ৪২.৭৫ বর্গমিটার
অতএব, রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল = (৬০ + ৪২.৭৫) বর্গমিটার = ১০২.৭৫ বর্গমিটার
রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল ১০২.৭৫ বর্গমিটার ।
উদাহরণ ১৩ ।
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয় । যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ টাকা খরচ হতো । কামরাটির প্রস্থ কত ?
সমাধান :
কামরার দৈর্ঘ্য ২০ মিটার । প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে (২০ মিটার × ৪ মিটার ) = ৮০ বর্গমিটার
ক্ষেত্রফল ৮০ বর্গমিটার কমার জন্য খরচ কমে (৭৫০০ – ৬০০০) টাকা = ১৫০০ টাকা
১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গমিটারে
১ টাকা খরচ হয় ৮০/১৫০০ বর্গমিটারে
৭৫০০ টাকা খরচ হয় (৮০ × ৭৫০০)/১৫০০ বর্গমিটারে বা ৪০০ বর্গমিটারে
অতএব, কামরার ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার।
কামরাটির প্রস্থ = ক্ষেত্রফল/দৈর্ঘ্য
800/২০ মিটার
= ২০ মিটার
:: কামরাটির প্রস্থ ২০ মিটার ।
উদাহরণ ১৪ ।
একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার । ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেওয়ালগুলো ১৫ সে. মি. পুরু হলে, চার দেওয়ালের আয়তন কত ?
সমাধান :
দেওয়ালের পুরুত্ব ১৫ সে.মি. = ১৫/১০০ = ০.১৫ মিটার
চিত্রানুসারে, দৈর্ঘ্যের দিকে ২টি দেওয়ালের ঘনফল = ( ৪ + ২ × ০.১৫) × ৩ × ০.১৫ × ২ ঘনমিটার = ৪.৩ × ৩ × ০.১৫ × ২ ঘন মিটার = ৩.৮৭ ঘনমিটার
এবং প্রস্থের দিকে ২টি দেওয়ালের আয়তন = ৩.৫ × ৩ × 0.১৫ × ২ ঘনমিটার = ৩.১৫ ঘনমিটার
দেওয়ালগুলোর মোট আয়তন = (৩.৮৭ + ৩.১৫) ঘনমিটার = ৭.০২ ঘনমিটার
.:. নির্ণেয় আয়তন ৭.০২ ঘনমিটার ।
উদাহরণ ১৫।
একটি ঘরের ৩টি দরজা এবং ৬টি জানালা আছে । প্রত্যেকটি দরজা ২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া, প্রত্যেক জানালা ১.২৫ মিটার লম্বা এবং ১ মিটার চওড়া । ঐ ঘরের দরজা জানালা তৈরি করতে ৫ মিটার লম্বা ও ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন ?
সমাধান :
৩টি দরজার ক্ষেত্রফল = (২ × ১.২৫) × ৩ বর্গমিটার = ৭.৫ বর্গমিটার
৬টি জানালার ক্ষেত্রফল = (১.২৫ × ১ ) × ৬ বর্গমিটার = ৭.৫ বর্গমিটার
দরজা ও জানালার মোট ক্ষেত্রফল = (৭.৫ + ৭.৫) বর্গমিটার = ১৫ বর্গমিটার
একটি তক্তার ক্ষেত্রফল = (৫ × ০.৬) বর্গমিটার = ৩ বর্গমিটার
নির্ণেয় তক্তার সংখ্যা = দরজা ও জানালার মোট ক্ষেত্রফল ÷ তক্তার ক্ষেত্রফল
= (১৫ ÷ ৩) টি
= ৫ টি
উদাহরণ ১৬ ।
একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য ৮.৮ সে. মি, প্রস্থ ৬ সে.মি ও উচ্চতা ২.৫ সে. মি. । লোহার টুকরাটিকে ১৫ সে.মি. দৈর্ঘ্য, ৬.৫ সে.মি. প্রস্থ ও ৪ সে.মি. উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হল । লোহা পানির তুলনায় ৭.৫ গুণ ভারী ।
ক. পানির পাত্রের আয়তন নির্ণয় কর ।
খ. লোহার টুকরার ওজন নির্ণয় কর ।
গ. পাত্রটিপানি পূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে, পাত্রের পানির উচ্চতা কত হবে?
সমাধান :
(ক) পানির পাত্রটির দৈর্ঘ্য ১৫ সে.মি.
প্রস্থ ৬.৫ সে.মি.
এবং উচ্চতা ৪ সে.মি.
পানির পাত্রটির আয়তন = ( ১৫ × ৬.৫ × ৪) ঘন সে.মি. = ৩৯০ ঘন সে.মি.
(খ) লোহার টুকরাটির দৈর্ঘ্য ৮.৮ সে.মি.
প্রস্থ ৬ সে.মি.
এবং উচ্চতা ২.৫ সে.মি.
লোহার টুকরাটির আয়তন = (৮.৮ × ৬ × ২.৫)
= ১৩২ ঘন সে.মি.
আমরা জানি,
১ ঘন সে.মি. পানির ওজন ১ গ্রাম
এবং দেয়া আছে লোহা পানির তুলনায় ৭.৫ গুন ভারী
১ ঘন সে.মি. লোহার ওজন (১×৭.৫) গ্রাম
:: ১৩২ ঘন সে.মি. লোহার ওজন (৭.৫ x ১৩২) গ্রাম = ৯৯০ গ্রাম
লোহার টুকরাটির ওজন ৯৯০ গ্রাম
(গ) পানির পাত্রের আয়তন ৩৯০ ঘন সে.মি.
লোহার টুকরাটির আয়তন ১৩২ ঘন সে.মি.
.: লোহার টুকরাসহ পানিপূর্ণ পাত্র থেকে লোহার টুকরাটিকে তুলে আনা হলে পাত্রের অবশিষ্ট পানির আয়তন
= (৩৯০-১৩২) ঘন সে.মি. = ২৫৮ ঘন সে.মি.
পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা x সে.মি. হলে
x × ১৫ × ৬.৫ = ২৫৮
বা x =২৫৮/(১৫ × ৬.৫)
= ২৫৮/১৭.৫
= ২.৬৫ (প্রায়)
পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা ২.৬৫ সে.মি. (প্রায়)

আরও দেখুনঃ