গনিতে মুনাফা

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ গনিতে মুনাফা । এটি অষ্টম শ্রেনী গণিতের মুনাফা অংশের অন্তর্গত।

 

গনিতে মুনাফা

 

গনিতে মুনাফা

ফরিদা বেগম তাঁর কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন । তিনি ১০,০০০ টাকা ব্যাংকে আমানত রাখলেন । এক বছর পর ব্যাংকের হিসাব নিতে গিয়ে দেখলেন, তাঁর জমা টাকার পরিমাণ ৭০০ টাকা বৃদ্ধি পেয়ে ১০,৭০০ টাকা হয়েছে। এক বছর পর ফরিদা বেগমের টাকা কীভাবে ৭০০ টাকা বৃদ্ধি পেল ?

ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহনির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা করে । ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয়। এ টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ । আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা তার মূলধন বা আসল । কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসেবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়া মূলধন, মুনাফার হার, সময় ও মুনাফার সাথে সম্পর্কিত ।

 

গনিতে মুনাফা

 

লক্ষ করি :

মুনাফার হার :

১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় ।

সময়কাল :

যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল ।

সরল মুনাফা :

প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয়, একে সরল মুনাফা (Simple Profit) বলে । শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায় ।

 

গনিতে মুনাফা

 

এ অধ্যায়ে আমরা নিচের বীজগণিতীয় প্রতীকগুলো ব্যবহার করব।

মূলধন বা আসল = P ( principal )

মুনাফার হার = r (rate of interest)

সময় = n (time)

মুনাফা = I ( profit)

সবৃদ্ধি মূলধন বা মুনাফা-আসল = A ( Total amount )

মুনাফা-আসল = আসল + মুনাফা

অর্থাৎ, A = P + I এখান থেকে পাই,

P =A-I

I=A-P

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment