গুণোন্তর ধারা || Polytechnic Math

গুণোন্তর ধারা ক্লাসটি, এসএসসি গণিত (SSC Maths) তথা নবম শ্রেণীর গণিত (Class 9 Math) ও বা দশম শ্রেণীর গণিত (Class 10 Math), সাধারণ গণিতের (General Mathematics), ১৩ অধ্যায়ের (Chapter 13, পর্ব – ৪ (Episode 4) |

 

গুণোন্তর ধারা

 

জ্যামিতিক ধারা হলো সংখ্যা বা রাশির ধারা যার পরপর দু’টি পদের অনুপাত একটি ধ্রুবক।

উদাহরণস্বরূপ ১, ৪, ১৬, ৬৪, ২৫৬, … ধারাটির সাধারণ অনুপাত হলো ৪। সাধারণভাবে যেকোন জ্যামিতিক ধারাকে +…+−1 হিসাবে প্রকাশ করা যায় যার n সংখ্যক পদের দুইভাবে সমষ্টি নির্ণয় করা যায়।

১ম ক্ষেত্রে, যখন সাধারণ অনুপাত ১ থেকে ছোট এবং ২য় ক্ষেত্রে যখন সাধারণ অনুপাত ১ থেকে বড়। সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করলে,

১ম ক্ষেত্রে সমষ্টি, (1−)/(1−) যখন, r<1

২য় ক্ষেত্রে সমষ্টি, (−1)/(−1) যখন, r>1

 

কোনো সংখ্যা বা রাশির অনুক্রমের পদ বা সংখ্যাগুলোকে ধারাবাহিক সমষ্টিকে ধারা বলে। অর্থাৎ অনুক্রম এর পদ বা সংখ্যা সমূহের যোগফলই ধারা।

উদাহস্বরুপ, 1+3+5+7+9+…+25 এর সমষ্টি =169। এটি একটি ধারা, যার প্রতিটি পদের মধ্যে পার্থক্য 2 বা সমান। আবার 1+3+9+27+… … একটি ধারা, যার প্রতিটি অনুপাত সমান অর্থাৎ প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, দ্বিতীয় পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান মান পাওয়া যায়।

গুণোন্তর ধারা

ধারার প্রকারভেদ 

ধারা প্রধানত ২ প্রকার। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা।

সমান্তর ধারা

সম+অন্তর= সমান্তর। অর্থাৎ যদি কোনো ধারার যেকোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হয় তাহলে ধারাটি সমান্তর ধারা।
সহজ কথায়, যে ধারার কোন পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায়, তাকে সমান্তর ধারা বলে এবং এই বিয়োগফলকে ধারার সাধারণ অন্তর বলে।
যেমন- 1+3+5+7+9+…91 একটি সমান্তর ধারা, কারণ ধারাটির যেকোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান।
এখানে, প্রথম পদ ১, দ্বিতীয় পদ ৩, তৃতীয় পদ ৫, এবং শেষ পদ ৯১।
২য় পদ – ১ম পদ = ৩-১= ২
৩য় পদ – ২য় পদ = ৫-৩= ২
৪র্থ পদ – ৩য় পদ = ৭-৫= ২
এভাবে প্রাপ্ত দুই পদের বিয়োগফলকে সাধারণ অন্তর বলে। উপরোক্ত ধারার সাধারণ অন্তর ২।

গু‌ণোত্তর ধারা

যে ধারার কোন প‌দের সা‌থে তার পরবর্তী প‌দের অনুপাত বা ভাগফল সর্বদাই সমান হয়, তাকে গুণোত্তর ধারা বলে।

যেমন: 1+3+9+27+… …এই ধারাটির যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে সমান মান পাওয়া যায় অর্থাৎ, এভাবে পরবর্তী মানের ক্ষেত্রেও সমান মান পাওয়া যাবে।

সেটের সেট প্রক্রিয়া

গুণোন্তর ধারা নিয়ে বিস্তারিত ঃ

 

 

Leave a Comment