চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল

আজকে আমরা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে  আলোচনা করবো  । যা উচ্চতর গণিতের  স্থানাঙ্ক জ্যামিতি অংশের অন্তর্গত।

 

চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল

 

চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল

নিচের চিত্রে ABCD একটি চতুর্ভুজ। চতুর্ভুজটির চারটি শীর্ষ যথাক্রমে A (x1,y1), B (x2, y2), C(x3,y3), D(x4, y4) এবং A, B, C, D কে ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে নেওয়া হয়েছে।

 

চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল

 

এখন চতুর্ভুজক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল =  ত্রিভুজক্ষেত্র ABC এর ক্ষেত্রফল + ত্রিভুজক্ষেত্র ACD এর ক্ষেত্রফল

 

চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল

 

অনুরূপভাবে একটি পঞ্চভুজ ABCDE (নিচের চিত্র) এর শীর্ষবিন্দুগুলো যদি A ( 21, Y1 ), B( 22, 42), C ( 23, 43 ), D ( 4,94) ও E (25, 45 ) হয় এবং চিত্রের মত শীর্ষগুলো যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তবে পঞ্চভুজ ABCDE এর ক্ষেত্রফল তিনটি ত্রিভুজ ক্ষেত্র ABC, ACD ও ADE এর ক্ষেত্রফলের সমষ্টির সমান।

ত্রিভুজক্ষেত্র ও চতুর্ভুজক্ষেত্রের ঠিক অনুরূপভাবে পঞ্চভুজক্ষেত্র ABCDE এর ক্ষেত্রফল

 

চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল

একইভাবে যেকোনো বহুভুজের শীর্ষবিন্দুসমূহের স্থানাঙ্ক জানা থাকলে সহজেই উপরোক্ত পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করা যায়।

 

চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল

 

উদাহরণ ১৪.

A(1, 4), B(-4, 3), C (1, 2) এবং D(4,0) শীর্ষবিশিষ্ট চতুর্ভুজক্ষেত্র ABCD – এর ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধান:

বিন্দুসমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে চতুর্ভুজক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল

= 1/2 ∣ 1  -4   1    4   1 ∣ বর্গ একক

∣ 4   3  -2   0    4 ∣

= 1/2( 3 + 8+0 + 16 + 16 – 3 + 8 – 0) বর্গ একক

= 1/2 (48) বর্গ একক

= 24 বর্গ একক

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

অনুশীলনী

১. A ( 2,0), B(5,0) এবং C (1, 4) যথাক্রমে AABC এর শীর্ষ বিন্দু।

ক) AB, BC, CA বাহুর দৈর্ঘ্য এবং AABC এর পরিসীমা নির্ণয় কর।

খ) ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।

২. নিম্নোক্ত প্রতিক্ষেত্রে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর:

ক) A (2, 3), B( 5, 6) এবং C(–1, 4)

খ) A ( 5, 2), B (1, 6) এবং C (-2, – 3)

৩. দেখাও যে, A(1, 1 ), B( 4, 4), C ( 4, 8 ) এবং D (1, 5 ) বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষ বিন্দু। AC ও BD কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর। সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর।

8. A ( – a, 0 ), B (0, – a), C (a, 0 ) এবং D(0, a) শীর্ষবিশিষ্ট চতুর্ভুজটির ক্ষেত্রফল কত?

 

অসীম ধারা

 

৫. দেখাও যে, A(0 – 1 ), B( – 2, 3), C (6, 7 ) এবং D (8, 3 ) বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষ। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর।

৬. তিনটি বিন্দুর স্থানাঙ্ক A ( – 2, 1 ), B ( 10, 6 ) এবং C (a, 6 ) AB BC হলে a এর = সম্ভাব্য মানসমূহ নির্ণয় কর। a এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় কর।

৭. A, B, C তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে A (a, a + 1 ), B (- 6, − 3 ) এবং C (5, – 1 ) । AB এর দৈর্ঘ্য AC এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে a এর সম্ভাব্য মান এবং ABC ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা কর।

৮. নিম্নোক্ত চতুর্ভুজসমূহের ক্ষেত্রফল নির্ণয় কর [পদ্ধতি ২ ব্যবহার কর]:
ক) (0,0), (-2,4), (6,4), (4, 1)

খ) (0,1), (-3,-3), (4,3), (5, 1)

গ) (1,4), (-4,3), (1,2), (4, 0)

৯. দেখাও যে, A(2, 3), B ( 3, -1 ), C (20), D ( – 1, 1 ) এবং E (−2, − 1 ) শীর্ষবিশিষ্ট – বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক।

১০. একটি চতুর্ভুজের চারটি শীর্ষ A (3, 4), B( – 4, 2), C (6, − 1 ) এবং D(p,3) এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে p এর মান নির্ণয় কর।

আরও দেখুনঃ

2 thoughts on “চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল”

Leave a Comment