আজকে আমরা তথ্য ও উপাত্তের অনুশীলনী আলোচনা করবো। এটি অষ্টম শ্রেনী গণিতের তথ্য ও উপাত্ত এর অন্তর্গত।

তথ্য ও উপাত্তের অনুশীলনী
১ । নিচের কোনটি দ্বারা শ্রেণিব্যাপ্তি বোঝায় ?
(ক) উপাত্তগুলোর মধ্যে প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান
(খ) উপাত্তগুলোর মধ্যে শেষ ও প্রথম উপাত্তের সমষ্টি
(গ) প্রত্যেক শ্রেণির বৃহত্তম ও ক্ষুদ্রতম উপাত্তের সমষ্টি
(ঘ) প্রতিটি শ্রেণির অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান ।
২। একটি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি ?
(ক) শ্রেণির গণসংখ্যা
(খ) শ্রেণির মধ্যবিন্দু
(গ) শ্রেণিসীমা
(ঘ) ক্রমযোজিত গণসংখ্যা
৩। ৮, ১২, ১৬, ১৭, ২০ সংখ্যাগুলোর গড় কত ?
(ক) ১০.৫
(খ) ১২.৫
(গ) ১৩.৬
(ঘ) ১৪.৬

৪ । ১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫ সংখ্যাগুলোর মধ্যক কত ?
(ক) ১১.৫
(খ) ১৪.৬
(গ) ১৬
(ঘ) ১৮.৬
৫ । ৬, ১২, ৭, ১২, ১১, ১২, ১১, ৭, ১১ এর প্রচুরক কোনটি ?।
(ক) ১১ ও ৭
(খ) ১১ ও ১২
(গ) ৭ ও ১২
(ঘ) ৬ ও ৭
নিচে তোমাদের শ্রেণির ৪০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো :
|
শ্রেণিব্যাপ্তি |
৪১ – ৫৫ |
৫৬ – ৭০ |
৭১ – ৮৫ |
৮৬ – ১০০ |
|
গণসংখ্যা |
৬ |
১০ |
২০ |
8 |
এই সারণির আলোকে (৬-৮) নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও :
৬। উপাত্তগুলোর শ্রেণিব্যাপ্তি কোনটি ?
(ক) ৫
(খ) ১০
(গ) ১২
(ঘ) ১৫

৭। দ্বিতীয় শ্রেণির শ্রেণিমধ্যমান কোনটি ?
(ক) ৪৮
(খ) ৬৩
(গ) ৭৮
(ঘ) ৯৩
৮। প্রদত্ত সারণিতে প্রচুরক শ্রেণির নিম্নসীমা কোনটি ?
(ক) ৪১
(খ) ৫৬
(গ) ৭১
(ঘ) ৮৬
৯। ২৫ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো : ৭২, ৮৫, ৭৮, ৮৪, ৭৮, ৭৫, ৬৯, ৬৭, ৮৮, ৮০, ৭৪, ৭৭, ৭৯, ৬৯, ৭৪, ৭৩, ৮৩, ৬৫, ৭৫, ৬৯, ৬৩, ৭৫, ৮৬, ৬৬, ৭১ ।
(ক) প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় কর ।
(খ) শ্রেণিব্যাপ্তি ৫ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর এবং সারণি থেকে গড় নির্ণয় কর ।
(গ) সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে ‘খ’ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও।

১০। নিচে একটি সারণি দেওয়া হলো । এর গড় মান নির্ণয় কর । উপাত্তগুলোর আয়তলেখ আঁক :
|
শ্রেণিব্যাপ্তি |
৬–১০ |
১১–১৫ |
১৬–২০ |
২১-২৫ |
২৬–৩০ |
৩১–৩৫ |
৩৬-৪০ |
৪১ – ৪৫ |
|
গণসংখ্যা |
৫ |
১৭ |
৩০ |
৩৮ |
৩৫ |
১০ |
১৭ |
৩ |
১১। নিচের সারণি থেকে গড় নির্ণয় কর :
| দৈনিক আয় (টাকায়) | ২২১০ | ২২১৫ | ২২২০ | ২২২৫ | ২২৩০ | ২২৩৫ | ২২৪০ | ২২৪৫ | ২২৫০ |
| গণসংখ্যা |
২ |
৩ |
৫ |
৭ |
৬ |
৫ |
৫ |
৪ |
৩ |
১২। নিচে ৪০ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় (টাকায়) নিচে দেওয়া হলো : ১৫৫, ১৭৩, ১৬৬, ১৪৩, ১৬৮, ১৬০, ১৫৬, ১৪৬, ১৬২, ১৫৮, ১৫৯, ১৪৮, ১৫০, ১৪৭, ১৩২, ১৩৬, ১৫৬, ১৪০, ১৫৫, ১৪৫, ১৩৫, ১৫১, ১৪১, ১৬৯, ১৪০, ১২৫, ১২২, ১৪০, ১৩৭, ১৭৫,
১৪৫, ১৫০, ১৬৪, ১৪২, ১৫৬, ১৫২, ১৪৬, ১৪৮, ১৫৭ ও ১৬৭ ।
সাপ্তাহিক জমানোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় কর ।
১৩। নিচের উপাত্তসমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁক :
|
বয়স বছর |
৫ – ৬ |
৭-৮ |
৯-১০ |
১১ – ১২ |
১৩ – ১৪ |
১৫ – ১৬ |
১৭ – ১৮ |
|
গণসংখ্যা |
২৫ |
২৭ |
২৮ |
৩১ |
২৯ |
২৮ |
২২ |
১৪ । একটি কারখানার ১০০ শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো । শ্রমিকদের মাসিক মজুরির গড় কত ? উপাত্তগুলোর আয়তলেখ আঁক ।
|
মাসিক মজুরি (শত টাকায়) |
৫১-৫৫ |
৫৬–৬০ |
৬১–৬৫ |
৬৬-৭০ |
৭১-৭৫ |
৭৬–৮০ |
৮১–৮৫ |
৮৬-৯০ |
|
গণসংখ্যা |
৬ |
২০ |
৩০ |
১৫ |
১১ |
১০ |
৬ |
8 |

১৫ । ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো :
৪৫, ৪২, ৬০, ৬১, ৫৮, ৫৩, ৪৮, ৫২, ৫১, ৪৯, ৭৩, ৫২, ৫৭, ৭১, ৬৪, ৪৯, ৫৬, ৪৮, ৬৭, ৬৩, ৭০, ৫৯, ৫৪, ৪৬, ৪৩, ৫৬, ৫৯, ৪৩, ৬৮, ৫২।
(ক) শ্রেণিব্যবধান ৫ ধরে শ্রেণিসংখ্যা কত ?
(খ) শ্রেণিব্যবধান ৫ ধরে গণসংখ্যা নিবেশণ সারণি তৈরি কর ।
(গ) সারণি থেকে গড় নির্ণয় কর ।
১৬। ৫০ জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো :
| সঞ্চয় (টাকায়) |
৪১–৫০ |
৫১–৬০ |
৬১–৭০ |
৭১–৮০ |
৮১–৯০ |
৯১-১০০ |
| গণসংখ্যা |
৬ |
৮ |
১৩ |
১০ |
৮ |
৫ |
(ক) ক্রমযোজিত গণসংখ্যার সারণি তৈরি কর ।
(খ) সারণি থেকে গড় নির্ণয় কর।
১৭। নিচের সারণিতে ২০০ জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো । প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁক ।
|
ফল |
আম |
কাঁঠাল |
লিচু |
জামরুল |
|
শিক্ষার্থীর সংখ্যা |
৭০ |
৩০ |
৮০ |
২০ |
১৮। ৭২০ জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো । সংখ্যায় প্রকাশ কর ।

বাংলা : ৯০°
ইংরেজি : ৩০°
গণিত : ৫০°
বিজ্ঞান : ৬০°
ধর্ম : ৮০°
সঙ্গীত : ৫০°
মোট ৩৬০°
১৯. ৫০জন ছাত্রীর গণিতের নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:
| প্রাপ্ত নম্বর |
৬০ |
৬৫ |
৭০ |
৭৫ |
৮০ |
৮৫ |
| গণসংখ্যা |
৫ |
৮ |
১১ |
১৫ |
৮ |
৩ |
ক. মধ্যক নির্ণয় কর ।
খ. গড় নির্ণয় কর ।
গ প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁক ।
২০. নিচের একটি সারণি দেওয়া হলো—
|
শ্রেণিব্যাপ্তি |
২০-২৯ |
৩০-৩৯ |
৪০-৪৯ |
৫০-৫৯ |
৬০-৬৯ |
|
গণসংখ্যা |
১০ |
৬ |
১৮ |
১২ |
৮ |
ক. ৭, ৫, ৪, ৯, ৩, ৮ উপাত্তগুলোর মধ্যক নির্ণয় কর।
খ. প্রদত্ত সারণি থেকে গড় নির্ণয় কর ।
গ. উপাত্তগুলোর আয়তলেখ আঁক।
নিচে ৪০ জন গৃহিনীর সাপ্তাহিক সঞ্চয় (টাকায়) নিচে দেওয়া হলো:
১৫৫, ১৭৩, ১৬৬, ১৪৩, ১৬৮, ১৬০, ১৫৬, ১৪৬, ১৬২, ১৫৮, ১৫৯, ১৪৮, ১৫০, ১৪৭, ১৩২, ১৩৬, ১৫৪, ১৪০, ১৫৫, ১৪৫, ১৩৫, ১৫১, ১৪১, ১৬৯, ১৪০, ১২৫, ১২২, ১৪০, ১৩৭, ১৭৫, ১৪৫, ১৫০, ১৬৪, ১৪২,
১৫৬, ১৫২, ১৪৬, ১৪৮, ১৫৭ ও ১৬৭ ।
ক. উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও ।
খ. মধ্যক ও প্রচুরক নির্ণয় কর ।
গ. শ্রেণি ব্যবধান ৫ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে গড় নির্ণয় কর।