তথ্য ও উপাত্ত মধ্যক

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ তথ্য ও উপাত্ত মধ্যক । এটি অষ্টম শ্রেনী গণিতের তথ্য ও উপাত্ত এর অন্তর্গত।

 

তথ্য ও উপাত্ত মধ্যক

 

তথ্য ও উপাত্ত মধ্যক

আমরা ৭ম শ্রেণিতে পরিসংখ্যানে অনুসন্ধানাধীন উপাত্তসমূহের মধ্যক সম্বন্ধে জেনেছি ।

ধরা যাক, ৫, ৩, ৪, ৮, ৬, ৭, ৯, ১১, ১০ কতকগুলো সংখ্যা । এ সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজালে হয়, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। ক্রমবিন্যস্ত সংখ্যাগুলোকে সমান দুই ভাগ করলে হয়

৩, ৪, ৫, ৬,

৮, ৯, ১০, ১১

এখানে দেখা যাচ্ছে যে, ৭ সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং এর অবস্থান মাঝে । সুতরাং এখানে মধ্যপদ হলো ৫ম পদ । এই ৫ম পদ বা মধ্যপদের মান ৭ । অতএব, সংখ্যাগুলোর মধ্যক হলো ৭ । এখানে প্রদত্ত উপাত্তগুলো বা সংখ্যাগুলো বিজোড় সংখ্যক । আর যদি সংখ্যাগুলো জোড় সংখ্যক হয়, যেমন ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২১, ২২ এর মধ্যক কী হবে ? সংখ্যাগুলোকে সমান দুই ভাগ করলে হবে

৮, ৯, ১০, ১১, ১২,

 ১৩, ১৫

 ১৬, ১৮, ১৯, ২১, ২২

 

 

তথ্য ও উপাত্ত মধ্যক

 

দেখা যাচ্ছে যে, ১৩ ও ১৫ সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং এদের অবস্থান মাঝামাঝি । এখানে মধ্যপদ ৬ষ্ঠ ও ৭ম পদ । সুতরাং মধ্যক হবে ৬ষ্ঠ ও ৭ম পদের সংখ্যা দুইটির গড় মান । ৬ষ্ঠ ও ৭ম পদের সংখ্যার গড় মান (১৩ + ১৫)/২ বা ১৪ । অর্থাৎ, এখানে মধ্যক ১৪ ।

উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে, যদি n সংখ্যক উপাত্ত থাকে এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে উপাত্তগুলোর মধ্যক হবে (n+১)/২ তম পদের মান । আর n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n/২ তম ও (n+১)/২ তম পদ দুইটির সাংখ্যিক মানের গড় ।

উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুইভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক ।

উদাহরণ ৬ ।

নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় কর : ২৩, ১১, ২৫, ১৫, ২১, ১২, ১৭, ১৮, ২২, ২৭, ২৯, ৩০, ১৬, ১৯ ।

সমাধান :

সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমে সাজানো হলো- ১১, ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৩, ২৫, ২৭, ২৯, ৩০

এখানে n = ১৪, যা জোড় সংখ্যা।

মধ্যক = (১৪/২ তম ও ১৪/২ +১ তম পদ দুইটির মানের যোগফল)/২

= (৭ম পদ ও ৮ম পদ দুইটির মানের যোগফল)/২

… মধ্যক = (১৯ + ২১)/২ =  80/২ = ২০

অতএব, মধ্যক ২০ ।

 

তথ্য ও উপাত্ত মধ্যক

 

উদাহরণ ৭ ।

নিচে ৫০ জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো । মধ্যক নির্ণয় কর ।

 

প্রাপ্ত নম্বর

৪৫

৫০

৬০

৬৫

৭০

৭৫

৮০

৯০

৯৫

১০০

গণসংখ্যা

১০

১৫

সমাধান :

মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণি

প্রাপ্ত নম্বর

গণসংখ্যা

যোজিত গণসংখ্যা

৪৫

৫০

৬০

১০

৬৫

১৪

৭০

১০

২৪

৭৫

১৫

৩৯

৮০

৪৪

৯০

৪৭

৯৫

৪৯

১০০

৫০

এখানে, n = ৫০, যা জোড় সংখ্যা

.. মধ্যক = ৫০/২ তম ও (৫০/২+ ১) তম পদ দুইটির সাংখ্যিক মানের যোগফল/২

= ২৫ ও ২৬ তম পদ দুইটির সাংখ্যিক মানের যোগফল/২

= (৭৫ + ৭৫)/২ =  ৭৫ ।

ছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যক ৭৫ ।

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment