নির্ণায়কের ধর্ম বিষয় টি, পলিটেকনিক এর ম্যাথম্যাটিকস – ২ (৬৫৯২১) সাবজেক্ট, ১ম অধ্যায়ের এর অংশ।
নির্ণায়কের ধর্ম
নির্ণায়কের মৌলিক ধর্মসমূহ (Properties of Determinant)
- যদি কোন নির্ণায়কের কোন সারির (কলামের) উপাদানগুলো শূন্য হয় তবে নির্ণায়কের মান শূন্য হয়। যেমন: 0
- নির্ণায়কের সারি এবং কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোন পরিবর্তন হয় না। যেমন: 3∣ এবং
- নির্ণায়কের পাশাপাশি দুইটি কলাম (সারি) পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের চিহ্ন পরিবর্তিত হয় কিন্তু সংখ্যামান অপরিবর্তিত থাকে।

যেমন: এবং 3∣
4. যদি কোন নির্ণায়কের দুইটি কলাম (সারি) অভিন্ন হয় তবে, নিৰ্ণায়কের মান শুন্য হবে।
যেমন: =∣111211311∣ এবং 0
5. কোন নির্ণায়কের যে কোন সারি (কলাম)-এর উপাদানগুলোকে তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলোর সমষ্টি নিলে নির্ণায়কের মান পাওয়া যায়।
6. যদি নিৰ্ণায়কের কোন সারি (কলাম)-এর উপাদানগুলোকে অপর একটি সারি (কলাম)-এর অনুরূপ উপাদানের সহগুণক দ্বারা গুণ করা হয় তাহলে, গুণফলগুলোর সমষ্টি শূন্য হবে।
যেমন: 3=0 ইত্যাদি…
7. নির্ণায়কের কোন সারি (কলাম)-এর প্রত্যেকটি উপাদানকে কোনো স্থির সংখ্যা দ্বারা গুণ করলে, নিৰ্ণায়কের মানকেও সেই স্থির সংখ্যা দ্বারা গুণ করা হয়।
যেমন: 3∣
8. নির্ণায়কের কোনো সারি(কলাম)-এর উপাদানগুলো অন্য একটি সারি(কলাম)-এর অনুরূপ উপাদানগুলোর m গুণের সমান হলে, নিৰ্ণায়কের মান শূন্য হবে।
9. যদি কোনো নির্ণায়কের কোনো সারি (কলাম)-এর প্রতিটি উপাদান দুটি পদ নিয়ে গঠিত হয় তাহলে, নির্ণায়কটি অপর দুইটি নির্ণায়কের সমষ্টিরূপে প্রকাশ করা যাবে।
যেমন: 3∣
10. নির্ণায়কের কোন সারি (কলাম)-এর প্রতিটি উপাদান অন্য একটি সারি (কলাম)-এর অনুরূপ উপাদানের একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করা হলে, নির্ণায়কের মানের কোন পরিবর্তন হয় না।
অনুবন্ধী ম্যাট্রিক্স (Adjoint matrix)
কোনো বর্গ ম্যাট্রিক্স A দ্বারা গঠিত নির্ণায়ক |A| এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্স A এর অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয় এবং এ ম্যাট্রিক্সকে Adj A দ্বারা প্রকাশ করা হয়।
3] এর সহগুণক ম্যাট্রিক্স 33]

নির্ণায়কের ধর্ম নিয়ে বিস্তারিত ঃ