প্যাটার্নের অনুশীলনী

আজকে আমরা প্যাটার্নের অনুশীলনী আলোচনা করবো । এটি অষ্টম শ্রেনী গণিতের প্যাটার্ন অংশের অন্তর্গত।

 

প্যাটার্নের অনুশীলনী

 

প্যাটার্নের অনুশীলনী

বহুনির্বাচনি প্রশ্ন

১। ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে-

i. ম্যাজিক সংখ্যা হবে ১৫

ii. কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে ৫

iii. ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

২। নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা ?

ক) ৫২+২৫

খ) ৫২৭+৭২৫

গ) 8১২+২৩৪

ঘ) ৭৫-৫৭

 

প্যাটার্নের অনুশীলনী

 

৩। ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ?

ক) ৯৯ক +১

খ) ৯৯ক – ১

গ) ক২ + ১

ঘ) ক‍২ – ১

৪। ‘ক’ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত?

ক) ক

খ) ২ক – ১

গ) ক২

ঘ) ২ক+১

৫ । ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়?

ক) ১০টি

খ) ২০টি

গ) ৩৫টি

ঘ) ৫০টি

নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

 

প্যাটার্নের অনুশীলনী

 

৬। ‘ক’ চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত?

ক) ৪৫

খ) ২০

গ) ১৫

ঘ) ৩

৭। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত?

ক) ১৫

খ) ৩৪

গ) ৩৫

ঘ) ৪৫

 

প্যাটার্নের অনুশীলনী

 

৮ । প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি—

i. পূর্ণবর্গ সংখ্যা

ii. বিজোড় সংখ্যা

iii. মৌলিক সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৯ । তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের কর এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় কর।

ক) ৭, ১২, ১৭, ২২, ২৭, …

খ) ৬, ১৭, ২৮, ৩৯, ৫০, …

১০। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি?

প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় কর।

ক) ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, …

খ) ৪, ৪, ৫, ৬, ৮, ১১, …

১১। নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে ।

 

প্যাটার্নের অনুশীলনী

 

(ক) কাঠির সংখ্যার তালিকা কর ।

(খ) তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা কর ।

(গ) কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি কর এবং তোমার উত্তর যাচাই কর ।

১২ । দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে ।

 

প্যাটার্নের অনুশীলনী

 

(ক) চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের কর ।

(খ) প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা কর ।

(গ) শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন ?

Leave a Comment