প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান এই ক্লাসটি জেএসসি গণিত (JSC Math), তথা ৮ম শ্রেণীর গণিত (Class 8 Math) এর, ৬.১ অধ্যায়ের (Chapter 6.1) ক্লাস |
প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান
দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান
বিষয়বস্তু: দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ (৯ম-১০ম গণিত)
আলোচ্য বিষয়সমূহ: প্রতিস্থাপন, অপনয়ন, আড়গুণন ও লৈখিক পদ্ধতিতে দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান।
এই আলোচনায় থাকছে সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সরল সহসমীকরণ অর্থাৎ যে সমীকরণজোটের একটিমাত্র (অনন্য) সমাধান থাকে তার সমাধান পদ্ধতি। এখানে চারটি সমাধান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। পদ্ধতি চারটি হল:
১। প্রতিস্থাপন পদ্ধতি
২। অপনয়ন পদ্ধতি
৩। আড়গুণন পদ্ধতি ও
৪। লৈখিক পদ্ধতি

প্রতিস্থাপন পদ্ধতি কী?
প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান
(১) প্রথমে সুবিধামত একটি সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন:
(i) নং সমীকরণ থেকে পাই,
(২) প্রাপ্ত মান অপর সমীকরণে বসালে এক চলকবিশিষ্ট সমীকরণ পাওয়া যায়। যেমন:
নং সমীকরণে
বসিয়ে পাই,
(৩) অতঃপর সমীকরণটি সমাধান করে চলকটির মান পাওয়া যায়। যেমন:
বা,
বা,
বা,
(৪) এই মান প্রদত্ত সমীকরণের যে কোনোটিতে বসালে অপর চলকের মান পাওয়া যায়। তবে যেখানে একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেখানে বসালে সমাধান সহজ হয়। যেমন:
(iii) নং সমীকরণে বসিয়ে পাই
বা,
সমাধান

অপনয়ন পদ্ধতিতে সমাধান
(১) প্রথমে সুবিধামত একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যেকোনো একটি চলকের সহগের পরমমান সমান হয়। যেমন:
(i) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই,
(২) প্রয়োজনমত সমীকরণ দুইটিকে যোগ অথবা বিয়োগ করলে সহগ সমানকৃত চলকটি অপসারিত হয়। যেমন:
———————-
[যোগ করে]
(৩) অতঃপর সমীকরণটি সমাধান করলে বিদ্যমান চলকটির মান পাওয়া যায়। যেমন:
বা,
(৪) এই মান সুবিধামত প্রদত্ত সমীকরদ্বয়ের যে কোনোটিতে বসালে অপর চলকের মান পাওয়া যায়। যেমন:
(i) নং সমীকরণে বসিয়ে পাই
বা,
বা,
সমাধান