বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগের অনুশীলনী ৪

আজকে আমরা বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগের অনুশীলনী ৪ আলোচনা করবো। এটি অষ্টম শ্রেনী গণিতের বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগের অন্তর্গত।

 

বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগের অনুশীলনী ৪

 

বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগের অনুশীলনী ৪

১। – 5 – y এর বর্গ নিচের কোনটি?

ক) y²+10y+25

খ) y²-10y+25

গ) 25-10y+y²

ঘ) y²-10y-25

২।  ( x – 2 ) ও ( 4x + 3) এর গুণফল নিচের কোনটি ?

ক) 4x²-5x+6

খ) 4x²-11x-6

গ) 4x²+5x-6

ঘ) 4x²-5x-6

৩।  x² – 2x – 3 ও x² + 2x – 3 এর গ.সা.গু কত?

ক) x+1

খ) x-1

গ) 1

ঘ) 0

 

বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগের অনুশীলনী ৪

 

8 (3x – 5) ( 5 + 3x) কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক?

ক) 3x²-25

খ) 9×2 – 5

গ) (3x)2 – 52

ঘ) 9×2 – 25

নিচের তথ্যের আলোকে (৫-৭) নং প্রশ্নের উত্তর দাও:

x2 – √3 x + 1 = 0 হলে

৫। x+ 1/xএর মান নিচের কোনটি?

ক) √3x

খ) √3 x

গ) – √3

ঘ) √3

৬। x²+ 1/x² এর মান নিচের কোনটি ?

ক) 1

খ) 5

গ) 7

ঘ) 11

৭। x3+ 1/x3 এর মান নিচের কোনটি?

ক) 12

খ) 6√3

গ) 3√3 + 3

ঘ) 0

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

৮। x – x-30 এর উৎপাদকে বিশ্লেষিতরূপ নিচের কোনটি?

ক) (x – 5) (x+6 )

খ) (x+5) (x – 6)

গ) (x – 5) (x – 6)

ঘ) (x + 5) (x+6)

৯। x – 10x + 21 ও x – 6x – 7 দুইটি বীজগাণিতিক রাশি হলে

i. রাশি দুইটির গ.সা.গু x – 7

ii. রাশি দুইটির ল.সা.গু (x + 1) (x – 3) (x – 7)

iii. রাশি দুইটির গুণফল x – 60×2 – 147

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১০। বীজগণিতের সূত্রাবলিতে

i. x3 – y3 = (x – y) (x2 + xy + y2)

ii. ab = {(a+b)/2}2 – {(a-b)/2}2

iii. x3 + y3 = (x + y)3 + 3xy (x+y)

উপরের তথ্য অনুযায়ী নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১১। x+y= 5 এবং x – y = 3 হলে,

(১) x2 + y2 এর মান কত ?

(ক) 15

(খ) 16

(গ) 17

(ঘ) 18

(২) xy এর মান কত ?

(ক) 10

(খ) 8

(গ) 6

(ঘ) 4

(৩) x – y2 এর মান কত ?

(ক) 13

(খ) 14

(গ) 15

(ঘ) 16

 

বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগের অনুশীলনী ৪

 

১২। x+ 1/x=2 হলে,

(১) (x+1/x)2 এর মান কত ?

(ক) 0

(খ) 1

(গ) 2

(ঘ) 4

(২) x3+ 1/x3 এর মান কত ?

(ক) 1

(খ) 2

(গ) 3

(ঘ) 4

(২) x4+ 1/x4 এর মান কত ?

(ক) 8

(খ) 6

(গ) 4

(ঘ) 2

গ.সা.গু. নির্ণয় কর (১৩-২০) :

১৩। 36a2b2c4d5, 54a5c2d4 এবং 90a4b3c2

১৪।  20x³y2a3b4, 15x4y³a4b³ এবং 35x2y4a³b²

১৫। 15x2y³z4a³, 12x³y²z³a4 এবং 27x³y4z5a7

১৬। 18a3b4c5, 42a4c³d4,60b3c4d5 এবং 78a2b4d³

১৭। x2 – 3x, x2 – 9 এবং x2 – 4x+3

১৮। 18(x + y)3, 24(x + y)2 এবং 32 (x2 – y2)

১৯।  I a²b(a³-b³), a²b²(aª +a²b²+b²) a³b²+a²b³+ab¹

২০।  a³-3a²-10a, a³ +6a²+8a 7 a4-5a³-14a²

 

বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগের অনুশীলনী ৪

 

ল.সা.গু. নির্ণয় কর (২১-২৮) :

২১। a5b2c, ab³c² এবং a7b4c3

২২। 5a2b3c2, 10ab2c এবং 15ab³c

২৩।  3x³y², 4xy³z, 5x4y²z² এবং 12xy4z²

২৪।  3a²d³, 9d2b2, 12c3d2, 24a³b² এবং 36c³d²

২৫। x2 + 3x + 2, x2 – 1 এবং x2 + x 2

২৬। x2 – 4, x2 + 4x+4 এবং x3 – 8

২৭। 6×2 – x − 1, 3×2 + 7x + 2 এবং 2×2 + 3x – 2

২৮।  a³ +b³, (a+b)³, (a² − b²)² এবং (a² – ab+b²)²

২৯। x² + 1/x² = 3 হলে,

(ক) (x + 1/x) এর মান নির্ণয় কর ।

(খ) (x6 + 1) /x3 এর মান কত ?

(গ) (x2 – 1/x2)3 এর মান নির্ণয় কর ।

৩০। 3x – 5y + 3z এবং 3x + 5y – z দুইটি বীজগাণিতিক রাশি ।

ক) ১ম রাশিটির বর্গ নির্ণয় কর।

খ) রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ কর।

গ) ২য় রাশিটির মান শূন্য হলে প্রমাণ কর যে, 27×3 + 125y3 + 45xyz=z3

৩১। P = 3×2 – 16x – 12, Q = 3×2 + 5x + 2, R = 3×2 − x – 2 তিনটি বীজগাণিতিক রাশি ।

ক) উৎপাদকে বিশ্লেষণ বলতে কী বুঝায়?

খ) Q = 0 এবং x ≠ 0 হলে 92 + 4/x2  -এর মান নির্ণয় কর।

গ) P, Q, R এর ল.সা.গু নির্ণয় কর।

 

 

আরও দেখুনঃ

Leave a Comment