ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র

আজকে আমরা আলোচনা করবো ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র। যা উচ্চতর গণিতের  সমতলীয় ভেক্টর অংশের অন্তর্গত।

 

ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র
ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র

 

ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র

m, n দুইটি স্কেলার এবং দুইটি ভেক্টর হলে,

১. (m + n)u = mu + nu

২. m(u+v) = mu + mv

সূত্র ১.

(m + n) u = mu + nu

 

ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র

 

প্রমাণ:

m বা n শূন্য হলে সূত্রটি অবশ্যই খাটে।

মনে করি, m, n উভয়ে ধনাত্মক এবং AB = mu

∴ |AB|= mu

AB কে C পর্যন্ত বর্ধিত করি যেন | BC| = n|u| হয়

∴BC = nu

|AC| = |AB| + |BC| = m|u| + n|u| = (m + n)|u|

∴ AC = (m+n)

কিন্তু AC = AB + BC

∴ m+n = (m+n)

m,n উভয়ে ঋণাত্মক হলে (m + n)u এর দৈর্ঘ্য হবে | (m + n)||u| এবং দিক হবে u এর দিকের বিপরীত দিক। তখন mu + nu ভেক্টরটির দৈর্ঘ্য হবে |m||u| + |n||u| = (|m| + |n|)|u| এবং দিক হবে u এর বিপরীত দিক। কিন্তু m < 0 এবং n < 0 হলে |m| + |n| = |m + n| হয়, সেহেতু = এক্ষেত্রে (m + n) = mu + nu পাওয়া গেল।

সর্বশেষ m এবং n এর মধ্যে একটি > 0 এবং অপরটি < 0 হলে (m + n)u এর দৈর্ঘ্য হবে | (|m|– |n|) |u| এবং দিক হবে u এর দিকের সাথে একমুখী যখন | m| > | n| এবং u এর বিপরীত দিক যখন |m| < |n|। তখন mu + nu ভেক্টরটিও দৈর্ঘ্যে ও দিকে (m + n)u এর সাথে একমুখী হবে।

 

ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র
ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র

 

দ্রষ্টব্য:

তিনটি বিন্দু A, B, C সমরেখ হবে যদি এবং কেবল যদি AC, AB এর সাংখ্য গুণিতক হয়।

মন্তব্য:

ক) দুইটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হলে এবং তাদের দিক একই হলে, তাদের সদৃশ (similar) ভেক্টর বলা হয়।

খ) যে ভেক্টরের দৈর্ঘ্য 1 একক, তাকে (দিক নির্দেশক) একক ভেক্টর বলে।

সূত্র ২.

m (u + v) = mu + mv

 

ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র

 

প্রমাণ:

মনে করি, OA = u, AB = v। তাহলে OB = OA + AB = u + v

OA কে C পর্যন্ত বর্ধিত করি যেন OC = m .OA হয়। উপরের বামের চিত্রে m ধনাত্মক ও ডানের চিত্রে m ঋণাত্মক। C বিন্দু দিয়ে অঙ্কিত AB এর সমান্তরাল CD রেখা OB এর বর্ধিতাংশকে D বিন্দুতে ছেদ করে। যেহেতু OAB এবং OCD ত্রিভুজদ্বয় সদৃশ,

সেহেতু |CD|/|OA| = |CD|/|AB| = |OD|/|OB| = m

∴ OC = m . OA, CD = m . AB, OD = m . OB

∴ CD = mAB = mv

এখানে, OC + CD = OD

বা, m(OA) + m(AB) = m (OB)

∴ mu+mv=m(u+v)

দ্রষ্টব্য:

m এর সকল মানের জন্য উপরোক্ত সূত্র সত্য।

 

ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র
ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র

 

ব্যবহারের সুবিধার্থে ভেক্টর সম্পর্কিত নিয়মগুলো নিচে একত্রে লেখা হলো:

১. u+v=v+u

২. (u + v) + w = u + (v+ w )

৩. u+0 = 0+ u = u

৪. u + (-u) = (-u) + u = 0

৫. u+v = u+w হলে  v = w

৬. m(nu) = n(mu) = (mn)(u)

৭. Ou = 0

৮. 1u= u

৯. (-1)u = -u

১o. (m + n)u = mu+nu

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

1 thought on “ভেক্টরের সাংখ্যগুণিতক সংক্রান্ত বণ্টন সূত্র”

Leave a Comment