বর্গ সংবলিত সূত্রাবলি

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ বর্গ সংবলিত সূত্রাবলি। এটি নবম – দশম শ্রেনী গণিতের বীজগাণিতিক রাশি এর অন্তর্গত।

 

বর্গ সংবলিত সূত্রাবলি

 

বর্গ সংবলিত সূত্রাবলি

বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যেকোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। সপ্তম ও অষ্টম শ্রেণিতে বীজগাণিতিক সূত্রাবলি ও এতদসংক্রান্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এ অধ্যায়ে ঐগুলো পুনরুল্লেখ করে কতিপয় প্রয়োগ দেখানো হলো।

সূত্র ১.

(a + b) 2 = a 2 + 2ab + b2

সূত্র ২.

(a – b) 2 = a2 – 2ab + b2

মন্তব্য:

সূত্র ১ ও সূত্র ২ হতে দেখা যায় যে, a2 + b2 এর সাথে 2ab অথবা – 2ab যোগ করলে একটি পূর্ণবর্গ, অর্থাৎ (a + b)2 অথবা (a – b) 2 পাওয়া যায়। সূত্র ১ এ b এর স্থলে –b বসালে সূত্র ২ পাওয়া যায়: {a + (–b)} 2 = a 2 + 2a ( – b) + (- b)2 অর্থাৎ, (a – b) 2 = a2 – 2ab + b2 ।

অনুসিদ্ধান্ত ১.

a2 + b2 = (a + b) 2 – 2ab

অনুসিদ্ধান্ত ২.

a2 + b2 = (a – b) 2 + 2ab

অনুসিদ্ধান্ত ৩.

(a + b) 2 = (a – b) 2 + 4ab

প্রমাণ:

(a + b)2 = a2 + 2ab + b2 = a2 – 2ab + b2 + 4ab = (a – b) 2 + 4ab

অনুসিদ্ধান্ত ৪.

(a – b) 2 = (a + b) 2 – 4ab

প্রমাণ: (a – b)2 = a2 – 2ab + b2 = a 2 + 2ab + b2 – 4ab = (a + b) 2 – 4ab

 

বর্গ সংবলিত সূত্রাবলি

 

অনুসিদ্ধান্ত ৫.

a2 + b2 = {(a + b) 2 + (a – b)2 }/2

প্রমাণ:

সূত্র ১ ও সূত্র ২ হতে,

a²+2ab+b² = (a+b)2

a² – 2ab+b² = (a – b)2

যোগ করে, 2a2 + 2b2 = (a+b)² + ( a − b)²

বা, 2 (a2 + b2)  = (a+b)² + (a – b)2

সুতরাং, (a² + b²) = {(a+b)² + (a – b)²}/2

অনুসিদ্ধান্ত ৬

ab = (a + b)²/2 – (a – b) ²/2

প্রমাণ:

সূত্র ১ ও সূত্র ২ হতে

a²+2ab+b² = (a+b)2

a² – 2ab+b² = (a – b)2

বিয়োগ করে, 4ab = (a+b)² – (a – b)2

বা, ab = (a + b)2/4 – (a – b)²/4

সুতরাং, (a + b)²/2 – (a – b) ²/2

মন্তব্য:

অনুসিদ্ধান্ত ৬ প্রয়োগ করে যেকোনো দুইটি রাশির গুণফলকে ঐ দুইটি রাশির সমষ্টির অর্ধেকের বর্গ হতে ঐ দুইটি রাশির অন্তরের অর্ধেকের বর্গের অন্তররূপে প্রকাশ করা যায়।

সূত্র ৩.

a2 – b2 = (a + b) (a – b)

অর্থাৎ, দুইটি রাশির বর্গের বিয়োগফল = রাশি দুইটির যোগফল × রাশি দুইটির বিয়োগফল

 

বর্গ সংবলিত সূত্রাবলি

 

সূত্র 8.

(x + a) (x + b) = x2 + (a + b) x + ab

অর্থাৎ, (x + a) (x + b) = x2 + (a ও b এর বীজগাণিতিক যোগফল) x + (a ও b এর গুণফল)

বর্গসূত্রের সম্প্রসারণ: a+b+c রাশিটিতে তিনটি পদ আছে। একে (a + b) এবং c এ দুইটি পদের সমষ্টিরূপে বিবেচনা করা যায়। অতএব, সূত্র ১ প্রয়োগ করে রাশিটির বর্গ করে পাই,

(a+b+c)2 = {(a + b) + c} 2 = (a + b) 2 + 2(a + bc + c2

=a2+2ab+b²+2ac+2bc + c² = a² + b² + c² +2ab+2bc + 2ac

সূত্র ৫.

(a + b + c) 2 = a2 + b2 + c2 + 2ab+2bc + 2ac

অনুসিদ্ধান্ত ৭.

a2 + b2 + c2 = (a + b + c) 2 – 2 (ab + bc + ac )

অনুসিদ্ধান্ত ৮.

2(ab + bc + ac) = (a + b + c) 2 – (a2 + b2 + c2)

দ্রষ্টব্য:

সূত্র ৫ প্রয়োগ করে পাই,

ক) (a + b – c) 2 = {a + b + (- c)} 2

= a2 + b2 + (- c) 2 + 2ab + 2b (c) + 2a (c)

= a2 + b2 + c2 + 2ab 2bc – 2ac

খ) ( a – b + c) 2 = {a + (– b) + c}2

= a² + (-b)² + c²+2a(-b) + 2(-b)c+2ac

= a2 + b2 + c2 – 2ab 2bc + 2ac

গ) (a-b-c)²= {a+(-b) + (−c)}²

= a²+(-b)² + (−c)² + 2a(-b) + 2(-b)(−c) +2a(−c)

=a2+b²+c2-2ab+2bc-2ac

 

বর্গ সংবলিত সূত্রাবলি

 

উদাহরণ ১.

(4x + 5y) এর বর্গ কত?

সমাধান:

(4x+5y)² = (4x)² + 2 × (4x) × (5y) + (5y)² = 16x² + 40xy + 25y²

উদাহরণ ২.

(3a – 7b) এর বর্গ কত?

সমাধান:

(3α-76)² = (3a)² – 2 × (3a) × (7b) + (7b)² = 9a² – 42ab+4962

উদাহরণ ৩.

বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(996)2 = (1000-4)2(1000)² – 2 x 1000 × 4+42

= 1000000-8000+16

= 1000016 – 8000 = 992016

উদাহরণ ৪.

a+b+c+d এর বর্গ কত?

সমাধান:

(a+b+c+d)² =  {(a+b) + (c+d)}²

= (a+b)² + 2(a+b) (c+d)+(c+d)²

= a²+2ab+b² + 2(ac + ad + bc + bd) + c² + 2cd+d²

= a² + b² + c² + d²+2ab+2ac+2ad + 2bc+2bd+2cd

উদাহরণ ৫.

সরল কর: (5x + 7y+3z)²+2(7x7y – 3z) (5x + 7y+3z) + (7x-7y-32)2

সমাধান:

ধরি, 5x + 7y+3z = a এবং 7x – 7y – 3z = b

প্রদত্ত রাশি = a² +2⋅b⋅a+b² = a²+2ab+b²

=(a+b)2

= {(5x + 7y+3z) + (7x-7y-3z)}2 [ a ও b এর মান বসিয়ে ]

= (5x + 7y+3z+7x-7y-3z)²

= (12x)² = 144×2

উদাহরণ ৬.

x – y = 2 এবং xy= 24 হলে, x + y এর মান কত?

সমাধান:

(x + y)² = (x − y)² + 4xy = (2)² + 4 × 24 = 4 +96 = 100

x+y = ±√100 = +10

উদাহরণ ৭.

যদি a4 + a2b2 + 64 = 3 এবং a2 + ab + b2 = 3 হয়, তবে a2 + b2 এর মান কত?

সমাধান:

a² + a²b² + b4

= (a²)² + 2a²b² + (b²)² – a²b²

= (a²+b²)² – (ab)²

= (a² + b² + ab) (a² + b² – ab)

= (a² + ab + b²) (a² — ab+b²)

3 = 3 (a2 – ab + b2) [মান বসিয়ে]

বা, a² – ab+b² = 3/3 = 1

বা, a²+ab+b² = 3 এবং a² – ab + b² = 1

যোগ করে পাই, 2(a2 + b2) = 4

বা, a2 + b2 = 4/2 = 2

a²+b² = 2

 

বর্গ সংবলিত সূত্রাবলি

 

উদাহরণ ৮.

প্রমান কর যে, (a + b) — (a – b) = 8ab(a² + b²)

সমাধান:

(a+b)-(a – b)4

= {(a+b)²)² – {(a – b)2}2

= {(a+b)² + (a – b)²} {(a + b)² — (a – b)2} =

= 2(a2 + b2) × 4ab [অনুসিদ্ধান্ত ৫ এবং অনুসিদ্ধান্ত ৬ ব্যবহার করে]

= 8ab(a² + b²)

(a + b)¹ — (a – b)¹ = 8ab(a² + b²)

উদাহরণ ৯.

a + b + c = 15 এবং a2 + b2 + c2 = 83 হলে, ab + bc + ac এর মান কত?

সমাধান:

প্রথম পদ্ধতি:

2(ab+be+ac) = (a+b+c)² − (a² + b² + c²) = (15)² – 83 = 225-83 = 142

ab+be+ ac= 142/2 = 71

বিকল্প পদ্ধতি:

(a+b+c)² = (a² + b² + c²) + 2(ab+be+ac)

বা, (15)2 = 83+2(ab+bc + ac)

বা, 225-83 = 2(ab+bc + ac)

বা, 2(ab+be+ac) = 142

ab+bc + ac= 142/2 = 71

উদাহরণ ১০.

a+b+c=2 এবং  ab+be+ac =1 হলে (a+b)² + (b+c)²+(c+a)² এর মান কত?

সমাধান:

(a+b)² + (b+c)²+(c+a)²

=a2+2ab+b² + b²+2bc + c² + c²+2ca + a2

= (a²+b² + c²+2ab+2bc+2ca) + (a² + b² + c²)

= (a+b+c)² + (a+b+c)² – 2 (ab+be+ca)

= (2)² +(2)² – 2 x 1

=4+4-2=8-2=6

 

বর্গ সংবলিত সূত্রাবলি

 

উদাহরণ ১১.

(2x + 3y) (4x – 5y) কে দুইটি বর্গের বিয়োগফলরূপে প্রকাশ কর।

সমাধান:

ধরি, 2x + 3y = a এবং 4x – 5y = b

প্রদত্ত রাশি ab = (a+b)/2 – (a-b)/2

= (2x + 3y+4x-5y)/2 – (2x+3y-4x+5y)/ 2 [a ও b এর মান বসিয়ে]

= {(6x-2y)/2}² – {(8y – 2x)/2}² = {2(3x-y)/2}² – {2(4y – x)}²

=(3x − y)² – (4y-x)2

(2x+3y)(4x-5y) = (3x − y)² – (4y – x)2

Leave a Comment