আজকে আমরা ভেক্টর যোগের বিধিসমূহ আলোচনা করবো। যা উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর অংশের অন্তর্গত।
ভেক্টর যোগের বিধিসমূহ
u ও v দুইটি ভেক্টর। v এর আদিবিন্দু u এর প্রান্তবিন্দু স্থাপন করলে, u এর আদিবিন্দু থেকে v এর প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখাংশ হলো ভেক্টর u ও v এর যোগফল একে u+v দ্বারা প্রকাশ করা হয়।
পাটিগণিতের যোগের মতোই ভেক্টরের যোগে বিনিময়, সংযোগ, ও বর্জন বিধি ব্যবহার করা যায়।
ভেক্টর যোগের বিনিময় বিধি (Commutative law) :
যেকোনো u, v ভেক্টরের জন্য u+v = v+u।
প্রমাণ:
মনে করি, OA =u এবং OB = v । OACB সামান্তরিক ও তার কর্ণ OC অঙ্কন করি।
OA ও BC সমান ও সমান্তরাল এবং OB ও AC সমান ও সমান্তরাল।
OC = OA + AC = u + v । আবার, OC = OB + BC = OB+OA = v + u
u + v = v + u।
সুতরাং ভেক্টর যোগ বিনিময় বিধি সিদ্ধ করে।
ভেক্টর যোগের সংযোগ বিধি (Associative law) :
যেকোনো u, v, w ভেক্টরের জন্য
(u+v) + w = u + (v+w)
প্রমাণ:
মনে করি, OA = u, AB = v, BC = w অর্থাৎ u এর প্রান্তবিন্দু থেকে v এবং v এর প্রান্তবিন্দু থেকে w অঙ্কন করা হয়েছে। O, C; O, B এবং A, C যোগ করি।
তাহলে (u + v) + w = (OA + AB) + BC = OB + BC = OC
আবার, u + ( v + w) = 0A + (AB + BC) = OA + AC = OC
∴ (u + v ) + w = u + ( v + w )। সুতরাং ভেক্টর যোগ সংযোগ বিধি সিদ্ধ করে।
অনুসিদ্ধান্ত ১
কোনো ত্রিভুজের তিনটি বাহুর একই ক্রম দ্বারা সূচিত ভেক্টরত্রয়ের যোগফল শূন্য ভেক্টর।
উপরের চিত্রে, OB + BA + AO = OA + AO = -AO + AO = 0
ভেক্টর যোগের বর্জন বিধি (Cancellation law) :
যেকোনো u, v, w ভেক্টরের জন্য u + v = u + w হলে v = w হবে।
প্রমাণ:
যেহেতু u+ v = u + w
u+v+(-u) = u+w+(-u) [উভয়পক্ষে u — যোগ করে]
u-u+v = u−u+w অর্থাৎ v = w
আরও দেখুনঃ