মুনাফার অনুশীলনী ২

আজকে আমরা মুনাফার অনুশীলনী ২ আলোচনা করবো । এটি অষ্টম শ্রেনী গণিতের মুনাফা অংশের অন্তর্গত।

 

মুনাফার অনুশীলনী ২

 

মুনাফার অনুশীলনী ২

১। ১০৫০ টাকার ৮% নিচের কোনটি ?

ক. ৮০ টাকা

খ. ৮২ টাকা

গ. ৮৪ টাকা

ঘ. ৮৬ টাকা

২। বার্ষিক ১০% সরল মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত ?

ক. ১২০ টাকা

খ. ২৪০ টাকা

গ. ৩৬০ টাকা

ঘ. ৪৮০ টাকা

৩। টাকায় ৫টি দরে ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক) লাভ ২৫%

খ) ক্ষতি ২৫%

গ) লাভ ২০%

ঘ) ক্ষতি ২০%

 

মুনাফার অনুশীলনী ২

 

৪। মুনাফা হিসাবের ক্ষেত্রে-

i. মুনাফা = মুনাফা-আসল – আসল

ii. মুনাফা = আসল x মুনাফা x সময়

iii. চক্রবৃদ্ধি মুনাফা = চক্রবৃদ্ধি মূল-মূলধন

উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৫। ১০% সরল মুনাফায় ২০০০ টাকার

i. ১ বছরের মুনাফা ২০০ টাকা।

ii. ৫ বছরের মুনাফা-আসল, আসলের ১২ গুণ ।

iii. ৬ বছরের মুনাফা আসলের সমান হবে ।

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii

খ) iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

 

মুনাফার অনুশীলনী ২

 

৬। জামিল সাহেব বার্ষিক ১০% মুনাফায় ব্যাংকে ২০০০ টাকা জমা রাখলেন ।

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

(১) ১ম বছরান্তে মুনাফা-আসল কত হবে ?

ক. ২০৫০ টাকা

খ. ২১০০ টাকা

গ. ২২০০ টাকা

ঘ. ২২৫০ টাকা

(২) সরল মুনাফায় ২য় বছরান্তে মুনাফা – আসল কত হবে ?

ক. ২৪০০ টাকা

খ. ২৪২০ টাকা

গ. ২৪৪০ টাকা

ঘ. ২৪৫০ টাকা

(৩) ১ম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে ?

ক. ২০৫০ টাকা

খ. ২১০০ টাকা

গ. ২১৫০ টাকা

ঘ. ২২০০ টাকা

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

৭। বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর ।

৮ । বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে ?

৯। একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত ?

১০। বার্ষিক শতকরা ৮.৫০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর।

১১ । কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ । শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে ?

১২। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলেন । প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা করে পরিশোধ করেন। ২য় কিস্তি পরিশোধের পর তাঁর আর কত টাকা ঋণ থাকবে ?

১৩। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১৯৫০০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ২০২৮০ টাকা হলো ।

ক. মুনাফা নির্ণয়ের সূত্র লিখ ।

খ. মূলধন নির্ণয় কর ।

গ. একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর ।

১৪ । শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফাসহ ৩৬০০ টাকা পেয়েছেন ।

ক. সরল মুনাফার হার নির্ণয় কর ।

খ. আরও ৩ বছর পর মুনাফা-আসল কত হবে ?

গ. ৩০০০ টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো ?

আরও দেখুনঃ

Leave a Comment