ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্টকরণ

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্টকরণ ।এটি অষ্টম শ্রেনী গণিতের বীজগণিতীয় ভগ্নাংশের অন্তর্গত।

 

ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্টকরণ

 

ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্টকরণ

দুই বা ততোধিক ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্ট করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে :

১। হরগুলোর ল.সা.গু. নির্ণয় করতে হবে ।

২। ভগ্নাংশের হর দিয়ে ল.সা.গু.কে ভাগ করতে হবে ।

৩। হর দিয়ে ল.সা.গু.কে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে, সেই ভাগফল দ্বারা ঐ ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে ।
যেমন: x/y, a/b, m/n  তিনটি ভগ্নাংশ, এদের একই হরবিশিষ্ট করতে হবে ।

এখানে তিনটি ভগ্নাংশের হর যথাক্রমে y, b ও n এদের ল.সা.গু. = ybn

১ম ভগ্নাংশ x/y এর হর y, y দ্বারা ল.সা.গু. ybn কে ভাগ করলে ভাগফল bn, এখন bn দ্বারা x/y ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে ।

x/y = (x x bn) /(y xbn) =xbn/ybn

একইভাবে, ২য় ভগ্নাংশ a/b এর হর b, b দ্বারা ল.সা.গু. yón কে ভাগ করলে ভাগফল yn ।

a/b = (a x yn) /(b x yn) =ayn/ybn

৩য় ভগ্নাংশ m/n এর হর n, n দ্বারা ল.সা.গু. ybn কে ভাগ করলে ভাগফল yb.

m/n = (m x yb) /(n x yb) =myb/ybn

অতএব, x/y, a/b ও  m/n এর সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে  xbn/ybn,  ayn/ybn ও myb/ybn

 

ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্টকরণ

 

উদাহরণ ১ ।

নিচের ভগ্নাংশ দুইটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর :

(ক)16a2b3c4y/8a3b2c3x

(খ) a(a2 + 2ab + b2 ) (a3 – b3 ) (a³ +b³)(a*b−b³)

সমাধান :

(ক) প্রদত্ত ভগ্নাংশ  16a2b3c4y/8a3b2c3x

এখানে, 16 ও 8 এর গ.সা.গু. হলো 8

a² ও a³ এর গ.সা.গু. হলো a²

b³ ও b² এর গ.সা.গু. হলো b3 b2

c² ও c5 এর গ.সা.গু. হলো c4

y ও x এর গ.সা.গু. হলো 1

16a²b³c4y ও 8a³b²c³x এর গ.সা.গু. হলো  8a²b²c4

16a2b3c4y/8a3b2c5x এর লব ও হরকে 8a2b2c4 দ্বারা ভাগ করে পাওয়া যায় 2by/acx

16a2b3c4y /8a3b2c5x -এর লঘিষ্ঠ আকার হলো 2by/асх

 

ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্টকরণ

 

(খ) প্রদত্ত ভগ্নাংশটি a(a²+2ab+b²)(a³ – b³) /(a³ +b³)(a*b-b³)

এখানে লব = a(a²+2ab+b²)(a³-b³)

= a(a+b)² (a−b)(a² +ab+b²)

হর =(a³+b³)(a4b-b5)

=(a+b)(a² – ab+b²){b(a4 – b4)}

=b(a+b)(a² – ab+b²)(a² -b²)(a²+b²)

=b(a+b)(a² – ab+b²)(a+b)(a−b)(a² +b²)

= b(a+b)² (a – b)(a² + b²)(a² – ab+b²)

লব ও হরের গ.সা.গু. = (a+b)² (a – b)

প্রদত্ত ভগ্নাংশটির লব ও হরকে (a + b)2 (a – b) দ্বারা ভাগ করে পাওয়া যায় a(a²+ab+b²)/ b(a²+b²)(a² – ab+b²)

ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ a(a²+ab+b²) /b(a²+b²)(a² – ab+b²)

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

উদাহরণ ২ ।

x /(x³y-xy³),a/xy(a²-b²), m/(m³n-mn³) কে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত কর ।

সমাধান :

এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো x /(x³y-xy³),a/xy(a²-b²), m/(m³n-mn³)

এখানে, ১ম ভগ্নাংশের হর = x3y – xy3

= xy(x2 – y2)

২য় ভগ্নাংশের হর = xy(a2 – b2)

৩য় ভগ্নাংশের হর = = m³n-mn³

= mn(m² – n²)

.:. হরগুলোর ল.সা.গু. = xy(x2 – y2)(a2 – b2)(m2 – n2 )mn

অতএব, x /(x³y-xy³) =  {x(a²-b²)(m²-n²)mn}/{xy(x³- y²)(a² – b²)(m² – n²)mn}

a/{xy(a² – b²)} = {a(x²- y²)(m² – n²)mn}/{xy(x² — y²)(a² − b²)(m² – n²)mn}

এবং m/(m³n-mn³) = {xym(x² – y²)(a² – b²) }/{xy(x² − y²)(a² − b²)(m² — n²)mn}

নির্ণেয় ভগ্নাংশগুলো {x(a²-b²)(m² – n²)mn}/{xy(x² − y²)(a² − b²)(m² – n²)mn},  {a(x²- y²)(m² – n²)mn}/{xy(x² − y²)(a² – b²)(m² – n²)mn}

ও {xym(x²-y²)(a2-b²)}/{xy(x²-y²)(a²-b²)(m²-n²)mn}

আরও দেখুনঃ

Leave a Comment