Site icon Mathematics Gurukul [ ম্যাথমেটিক্স গুরুকুল ] GOLN

সেট ও ফাংশনের অনুশীলনী ২

সেট ও ফাংশনের অনুশীলনী ২

আজকে আমরা আলোচনা করবো সেট ও ফাংশনের অনুশীলনী ২ । এটি নবম – দশম শ্রেনী গণিতের সেট ও ফাংশন এর অন্তর্গত।

 

 

সেট ও ফাংশনের অনুশীলনী ২

১. ৪ এর গুণনীয়ক সেট কোনটি?

ক) { 8, 16, 24, …}

খ) {1,2,4,8}

গ) {2,4,8}

ঘ) {1, 2}

২. সেট C হতে সেট B এ একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক?

ক) R⊂C

খ) R⊂B

গ) R⊆CxB

ঘ) CxB⊆R

3. A = {1, 2}, B = { 2,5} হলে P(An B) এর সদস্য সংখ্যা নিচের কোনটি?

ক) 1

খ) 2

গ) 3

ঘ) 8

৪. নিচের কোনটি {x ∈ N : 13 < < 17 এবং x মৌলিক সংখ্যা} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে?

ক)

খ) {0}

গ) {0}

ঘ) {13, 17 }

 

 

৫. AUB = { a, b, c} হলে

(i) A = {a, b}, B = { a, b, c }

(ii) A = { a, b, c}, B = {b, c}

(iii) A = {a, b}, B = {c}

উপর্যুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) i ও ii

ঘ) i, ii ও iii

৬. A ও B দুইটি সসীম সেটের জন্য

(i) Ax B = {(x, y) : x ∈ A এবং y ∈ B }

(ii) n(A) = a, n(B) = b হলে n (Ax B) = ab

(iii) A × B এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়।

উপর্যুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

A = { 6, 7, 8, 9, 10, 11, 12, 13} হলে, নিচের ৭ ৯ প্রশ্নগুলোর উত্তর দাও:

৭. A সেটের সঠিক প্রকাশ কোনটি?

ক) {x ∈N: 6 < < 13}

খ) {x ∈N : 6 < < 13}

গ) {x ∈N : 6 < < 13}

ঘ) {x ∈ N : 6 < < 13}

৮. A সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি?

ক) {6, 8, 10, 12}

খ){7,9,11,13}

গ) {7,11,13}

ঘ) { 9, 12}

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

৯. A সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটি?

ক) {6,9}

খ) {6, 11 }

গ) {9,12}

ঘ) { 6, 9, 12 }

১০. যদি A = {3, 4}, B = {2, 4}, x ∈ A এবং y ∈ B হয়, তবে A ও B এর উপাদানগুলোর মধ্যে x > y সম্পর্ক বিবেচনা করে অন্বয়টি নির্ণয় কর।

১১. যদি C = {2,5}, D = { 4, 6, 7}, x ∈ C এবং YD হয়, তবে C ও D এর উপাদানগুলোর মধ্যে x + 1 <y সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্বয়টি নির্ণয় কর।

১২. f(x) = x4 + 5x – 3 হলে, f(-1), f(2) এবং f (1/2) এর মান নির্ণয় কর।

১৩. যদি f(y) = y3 + ky2 – 4y – 8 হয়, তবে এর কোন মানের জন্য f(-2) = 0 হবে?

১৪. f(x) = x – 6×2 + 11x – 6 হয়, তবে এর কোন মানের জন্য f(x) = 0 হবে?

১৫. যদি f(x) = (2x + 1)/(2x -1) হয়, তবে {f(1/x2) + 1} /{f(1/x2) – 1} এর মান নির্ণয় কর।

১৬. g ( x ) = (1 + x2 + x4)/x2  হলে, দেখাও যে g(1/x2) = g(x²)

১৭. নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কর।

ক) R = {(2, 1 ), (2, 2), (2, 3)}

খ) S = {(-2, 4), (−1, 1), (0, 0), (1, 1), (2,4)}

গ) F = {(1/2,0), (1, 1), (1, − 1), (5/2, 2), (5/2, −2)}

১৮. নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর।

ক) R = {(x, y) : x ∈ A, y ∈ A এবং x + y = 1} যেখানে A = {-2, – 1, 0, 1, 2}

খ) F = {(x, y) : x ∈ C, y ∈ C এবং y = 2x} যেখানে C = {-1, 0, 1, 2, 3}

 

 

১৯. ছক কাগজে (−3, 2), (0, −5), (1/2, -5/6 ) বিন্দুগুলো স্থাপন কর।

২০. ছক কাগজে (1, 2), (–1, 1 ), ( 11, 7 ) বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে, বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত।

২১. সার্বিক সেট U = {x : x ∈N এবং বিজোড় সংখ্যা }

A = {x : x ∈N এবং 2 ≤ x ≤ 7}

B = {x : x ∈N এবং 3 < x < 6}

C = {x: x ∈N এবং x2 > 5 এবং x3 < 130}

ক) A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর ।

খ) A এবং C \B নির্ণয় কর।

গ) B x C এবং P(AC) নির্ণয় কর।

২২. ভেনচিত্রটি লক্ষ করি:

ক) B সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর ।

খ) উদ্দীপক ব্যবহার করে AU (BC) = (AUB) (AUC) সম্পর্কটির সত্যতা যাচাই কর।

গ) S = (BUC) © x A হলে, ডোম S নির্ণয় কর।

 

 

২৩. y = f(x) = 4x – 7 2x – 4 একটি ফাংশন।

ক) f এর মান নির্ণয় কর।

খ) f(x) + 2/ f(x) – 1 খ) এর মান নির্ণয় কর।

গ) দেখাও যে, f (y) = x

২৪. নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন কর ।

ক) y=3x+5

খ) x+y=2

আরও দেখুনঃ

Exit mobile version