ত্রিকোণমিতিক অনুপাত

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ ।  এটি নবম – দশম শ্রেনী গণিতের ত্রিকোণমিতিক অনুপাত এর অন্তর্গত।

 

ত্রিকোণমিতিক অনুপাত

 

ত্রিকোণমিতিক অনুপাত

সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ

আমরা জানি, সমকোণী ত্রিভুজের বাহুগুলো অতিভুজ, ভূমি ও উন্নতি নামে অভিহিত হয়। ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য এ নামসমূহ সার্থক। আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাহুগুলোর নামকরণ করা হয়। যথা:

১. ‘অতিভুজ (hypotenuse)’, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু

২ . ‘বিপরীত বাহু (opposite side)’, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু

৩. ‘সন্নিহিত বাহু (adjacent side)’, যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ।

 

ত্রিকোণমিতিক অনুপাত

 

 

PON কোণের জন্য অতিভুজ OP, সন্নিহিত বাহু ON, বিপরীত বাহু PN OPN কোণের জন্য অতিভুজ OP, সন্নিহিত বাহু PN, বিপরীত বাহু ON

 

জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ ও বাহু নির্দেশ করতে ছোট হাতের বর্ণ ব্যবহার করা হয়। কোণ নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। গ্রিক বর্ণমালার ছয়টি বহুল ব্যবহৃত বর্ণ হলো:

alpha α

beta B gamma y theta 8 phi omega w
আলফা বিটা গামা থিটা ফাই

ওমেগা

প্রাচীন গ্রিসের বিখ্যাত গণিতবিদদের হাত ধরেই জ্যামিতি ও ত্রিকোণমিতিতে গ্রিক বর্ণগুলোর ব্যবহার হয়ে আসছে।

উদাহরণ ১.

8 কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত কর।

 

ত্রিকোণমিতিক অনুপাত

 

সমাধান :

ক) অতিভুজ 17 একক

বিপরীত বাহু ৪ একক

সন্নিহিত বাহু 15 একক

খ) অতিভুজ p

বিপরীত বাহু r

সন্নিহিত বাহু q

গ) অতিভুজ EF

বিপরীত বাহু EG

সন্নিহিত বাহু FG

উদাহরণ ২.

α ও B কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

 

ত্রিকোণমিতিক অনুপাত

 

সমাধান :

ক) a কোণের জন্য

অতিভুজ 25 একক

বিপরীত বাহু 24 একক

সন্নিহিত বাহু 7 একক

খ) B কোণের জন্য

অতিভুজ 25 একক

বিপরীত বাহু 7 একক

সন্নিহিত বাহু 24 একক

সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতসমূহের ধ্রুবতা

মনে করি, XOA একটি সূক্ষ্মকোণ। OA বাহুতে যেকোনো একটি বিন্দু P নিই। P থেকে OX বাহু পর্যন্ত PM লম্ব টানি। ফলে একটি সমকোণী ত্রিভুজ POM গঠিত হলো। এই POM এর PM, OM ও OP বাহুগুলোর যে তিনটি অনুপাত পাওয়া যায় এদের মান OA বাহুতে নির্বাচিত P বিন্দুর অবস্থানের ওপর নির্ভর করে না।

 

ত্রিকোণমিতিক অনুপাত

 

XOA কোণের OA বাহুতে যেকোনো বিন্দু P ও P1 থেকে OX বাহু পর্যন্ত যথাক্রমে PM ও PM লম্ব অঙ্কন করলে POM O ও POM, দুইটি সদৃশ সমকোণী ত্রিভুজ গঠিত হয়।

 

 

এখন, POM ও POM সদৃশ হওয়ায়,

PM/P1M1 =  OP/OP₁

বা, PM /OP = P₁M₁/OP1

OM/OM1 =  OP/OP₁

বা, OM/OP = OM1/OP1

PM/P1M1 =  OM/OM1

বা, PM/OM = P1M1/OM1

অর্থাৎ, অনুপাতসমূহের প্রত্যেকটি ধ্রুবক। এই অনুপাতসমূহকে ত্রিকোণমিতিক অনুপাত বলে।

 

Leave a Comment