নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ। এটি নবম – দশম শ্রেনী গণিতের অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অন্তর্গত।

 

নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ

 

নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ

দুইটি রাশির তুলনা করার জন্য এদের অনুপাত বিবেচনা করা হয়। অনুপাত নির্ণয়ের জন্য রাশি দুইটি একই এককে পরিমাপ করতে হয়।

সমতলে দুইটি ভিন্ন বিন্দু A ও B এবং m ও n যেকোনো স্বাভাবিক সংখ্যা হলে স্বীকার করে নিই যে, রেখায় এমন অনন্য বিন্দু X আছে যে, X বিন্দুটি A ও B বিন্দুর অন্তবর্তী এবং AX : XB = m : n

 

নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ

 

ওপরের চিত্রে, AB রেখাংশ X বিন্দুতে m : n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে, AX : XB = m: n

সম্পাদ্য ১২.

কোনো রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে।

বিশেষ নির্বচন:

মনে করি, AB রেখাংশকে m n অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে।

অঙ্কন:

A বিন্দুতে যেকোনো কোণ BAX অঙ্কন করি এবং AX রশ্মি থেকে পরপর AE = m এবং EC = n অংশ কেটে নিই । B, C যোগ করি। E বিন্দু দিয়ে CB এর সমান্তরাল ED রেখাংশ অঙ্কন করি যা AB কে D বিন্দুতে ছেদ করে । তাহলে AB রেখাংশ D বিন্দুতে  m : n অনুপাতে অন্তর্বিভক্ত হলো।

 

নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ

 

প্রমাণ:

যেহেতু DE রেখাংশ ABC ত্রিভুজের এক বাহু BC এর সমান্তরাল,

AD : DB = AE : EC = m : n

 

নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ

 

সমাধান:

যেকোনো একটি রশ্মি AG আঁকি এবং AG থেকে 7 সে.মি. সমান রেখাংশ AB নিই। A বিন্দুতে যেকোনো কোণ BAX অঙ্কন করি। AX রশ্মি থেকে AE = 3 সে.মি. কেটে নিই এবং EX থেকে EC = 2 সে.মি. কেটে নিই। B, C যোগ করি। E বিন্দুতে ACB এর সমান AED অঙ্কন করি যার ED রেখা AB কে D বিন্দুতে ছেদ করে। তাহলে AB রেখাংশ D বিন্দুতে 3 : 2 অনুপাতে অন্তর্বিভক্ত হলো।

Leave a Comment