অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২

আজকে আমরা অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২ আলোচনা করবো। এটি নবম – দশম শ্রেনী গণিতের অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অন্তর্গত।

 

অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২

 

অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২

১. ABC এ BC এর সমান্তরাল DE রেখা AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করলে

(i) ABC ও ADE পরস্পর সদৃশ।

(ii) AD/BD = CE/AE

(iii) ABC/ADE =  BC2/DE2

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

পাশের চিত্রের তথ্যানুসারে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:

 

অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২

 

২. ABC এর উচ্চতা ও ভূমির অনুপাত কত?

ক) 1/2

খ) 4/5

গ) 2/5

ঘ) 5/4

৩. ABD এর ক্ষেত্রফল কত বর্গ একক?

ক) 6

খ) 20

গ) 40

ঘ) 50

 

অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২

 

8. ABC এ PQ || BC হলে নিচের কোনটি সঠিক?

ক) AP : PB = AQ : QC

খ) AB : PQ = AC : PQ

গ) AB : AC = PQ : BC

ঘ) PQ : BC = BP : BQ

৫. প্রমাণ কর যে, দুইটি ত্রিভুজের প্রত্যেকটি যদি তৃতীয় একটি ত্রিভুজের সদৃশ হয়, তবে তারা পরস্পর সদৃশ।

৬. প্রমাণ কর যে, দুইটি সমকোণী ত্রিভুজের একটির একটি সূক্ষ্মকোণ অপরটির একটি সূক্ষ্মকোণের সমান হলে, ত্রিভুজ দুইটি সদৃশ হবে।

৭. প্রমাণ কর যে, সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ থেকে অতিভুজের উপর লম্ব আঁকলে যে দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ।

৮. পাশের চিত্রে, B = D এবং CD = 4AB। প্রমাণ কর যে, BD = 5BL

 

অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২

 

৯. ABCD সামন্তরিকের A শীর্ষ দিয়ে অঙ্কিত একটি রেখাংশ BC বাহুকে M বিন্দুতে এবং DC বাহুর বর্ধিতাংশকে N বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, BM x DN একটি ধ্রুবক।

১০. পাশের চিত্রে BD ⊥ AC এবং DQ = BQ = 2AQ = ½QC প্রমাণ কর যে, DA ⊥ DC

 

অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২

 

১১. ABC ও DEF এর A = D। প্রমাণ কর যে, ABC : DEF = AB . AC : DE.DF

১২. ABC এর A এর সমদ্বিখণ্ডক AD, BC কে D বিন্দুতে ছেদ করেছে। DA এর সমান্তরাল CE রেখাংশ বর্ধিত BA বাহুকে E বিন্দুতে ছেদ করেছে।

ক) তথ্য অনুসারে চিত্রটি অঙ্কন কর।

খ) প্রমাণ কর যে, BD : DC = BA: AC

গ) BC এর সমান্তরাল কোনো রেখাংশ AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করলে, প্রমাণ কর যে, BD: DC = BP : CQ

১৩. চিত্রে ABC এবং DEF দুইটি সদৃশ ত্রিভুজ।

 

অনুপাত, সদৃশতা ও প্রতিসমতার অনুশীলনী ২

 

ক) ত্রিভুজ দুইটির অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলোর নাম লিখ।

প্রমাণ কর যে, ABC/DEF = AB2/DE2 =  AC2/DF2 =  BC2/EF2

গ) যদি BC = 3 সে.মি., EF = 8 সে.মি., B = 60°, BC/AB = 3/2 এবং ABC এর ক্ষেত্রফল 3 বর্গ সে.মি. হয়, তবে DEF অঙ্কন কর এবং এর ক্ষেত্রফল নির্ণয় কর।

Leave a Comment