আজকে আমাদের আলোচনার বিষয়ঃ দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান । এটি অষ্টম শ্রেনী গণিতের সরল সহসমীকরণের অন্তর্গত।

দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান
দুই চলকবিশিষ্ট দুইটি সরল সমীকরণের সমাধানের পদ্ধতিগুলোর মধ্যে নিচের পদ্ধতি দুইটি আলোচনা করা হলো :
(১) প্রতিস্থাপন পদ্ধতি (Method of Substitution )
(২) অপনয়ন পদ্ধতি (Method of Elimination )
(১) প্রতিস্থাপন পদ্ধতি
এই পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে সমাধান করতে পারি :
(ক) যেকোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা ।
(খ) অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলকবিশিষ্ট সমীকরণ সমাধান করা ।
(গ) নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যেকোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা ।

উদাহরণ ১।
সমাধান কর :
x + y =7
x-y=3
সমাধান :
প্রদত্ত সমীকরণ
x + y = 7……….. .(1)
x – y = 3…………(2)
সমীকরণ (2) হতে পক্ষান্তর করে পাই,
x = y + 3………..(3)
সমীকরণ (3) হতে x এর মানটি সমীকরণ (1) -এ বসিয়ে পাই,
y + 3 + y = 7
বা, 2y = 7 – 3
বা, 2y = 4
.. y = 2
এখন সমীকরণ (3) এ y = 2 বসিয়ে পাই,
x=2+3
x=5
নির্ণেয় সমাধান (x, y) = (5,2)
[শুদ্ধি পরীক্ষা : সমীকরণ দুইটিতে x=5 ও y = 2 বসালে সমীকরণ (I) -এর বামপক্ষ = 5+2=7 = ডানপক্ষ এবং সমীকরণ (2)-এর বামপক্ষ = 5-2=3 = ডানপক্ষ ।]

উদাহরণ ২ ।
সমাধান কর :
x + 2y = 9
2x-y=3
সমাধান :
প্রদত্ত সমীকরণ
x + 2y = 9 …….. ..(1)
2x – y = 3 ………. ..(2)
সমীকরণ (2) হতে পাই, y = 2 x – 3. – (3)
সমীকরণ (1) এ y এর মান বসিয়ে পাই, x + 2 (2x – 3) = 9
বা, x + 4x – 6 = 9
বা, 5 x = 6 + 9
বা, 5 x = 15
বা, x = 15/5
.. x=3
এখন x এর মান সমীকরণ (3) -এ বসিয়ে পাই,
y= 2 x 3-3
=6-3
= 3
নির্ণেয় সমাধান (x,y) = (3,3)
উদাহরণ ৩।
সমাধান কর :
2y + 5z = 16
y-2z=-1
সমাধান : প্রদত্ত সমীকরণ
2y+5z = 16…………..(1)
y-2z-1…………(2)
সমীকরণ (2) হতে পাই, y = 2z -1…………(3)
সমীকরণ (1) এ y এর মান বসিয়ে পাই,
2(2z-1)+5z = 16
বা, 4z – 2 + 5z = 16
বা, 9z = 16 + 2
বা, 9 z = 18
বা, z = 18 9
.. z = 2
এখন z এর মান সমীকরণ (3) এ বসিয়ে পাই,
y=2×2-1
=4-1
.. y=3
নির্ণেয় সমাধান (y, 2) = (3, 2)

উদাহরণ ৪।
সমাধান কর :
2/x + 1/y = 1
4/x – 9/y =-1
সমাধান :
প্রদত্ত সমীকরণ
2/x + 1/y = 1 ……… (1)
4/x – 9/y =-1 ……….(2)
1/x = u এবং 1/y = v ধরে (1) ও (2) নং সমীকরণ হতে পাই
2x+v=3 ………(3)
4u-9v-1……… (4)
(3) নং সমীকরণ হতে পাই v=1-2u ….. (5)
(4) নং সমীকরণে v এর মান বসিয়ে পাই,
4u-9 (1-2u)=-1
বা, 4u – 9 + 18u=-1
বা, 22u = 9 – 1
u = 8/22 = 4/11
1/x = 4/11
বা, x = 11/4
এখন, এর মান (5) নং সমীকরণে বসিয়ে পাই,
v=1-2x 4/11 = 11-8/11
v= 3/11
1/y = 3/11
y = 11/3
নির্ণেয় সমাধান (x, y) = (11/4, 11/3)

(২) অপনয়ন পদ্ধতি
এই পদ্ধতিতে নিচের ধাপগুলো অনুসরণ করে সমাধান করা যায় :
(ক) প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুইটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যেকোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয় ।
(খ) একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ, অন্যথায় যোগ করতে হবে । বিয়োগফলকৃত (বা যোগফলকৃত) সমীকরণটি একটি এক চলকবিশিষ্ট সরল সমীকরণ হবে ।
(গ) সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করা ।
(ঘ) প্রাপ্ত চলকের মান প্রদত্ত যেকোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা ।
উদাহরণ ৫।
সমাধান কর :
5x – 4y = 6
x + 2y = 4
সমাধান :
প্রদত্ত সমীকরণ
5x – 4y = 6…..(1)
x + 2y = 4….. .(2)
এখানে সমীকরণ (1) কে 1 দ্বারা এবং সমীকরণ (2) কে 2 দ্বারা গুণ করে পাই,
5x-4y=6……………..(3)
2x+4y=8……………(4)
(3) ও (4) সমীকরণ যোগ করে পাই,
7x=14
বা, x = 14/7 …….(4)
.. x=2
সমীকরণ (2) এ x এর মান বসিয়ে পাই,
2 + 2y = 4
বা, 2y = 4-2
বা, y = 2/2
.. y = 1
নির্ণেয় সমাধান (x, y) = ( 2,1)
উদাহরণ ৬।
সমাধান কর :
x + 4y=14
7 x – 3y = 5
সমাধান :
প্রদত্ত সমীকরণ
x+4y=14……………(1)
7x-3y=5…………….(2)
সমীকরণ (1) কে 3 দ্বারা এবং সমীকরণ (2) কে 4 দ্বারা গুণ করে পাই,
3x+12y=42……………..(3)
28x – 12y = 20………. .(4)
31x=62 [যোগ করে]
x = 62/31
বা, x=2
এখন এর মান সমীকরণ (1) -এ বসিয়ে পাই,
2+4y=14
বা, 4 y = 14 – 2
বা, 4y = 12
বা, y = 12/4
বা,y = 3
(x,y) = (2,3)

উদাহরণ ৭।
সমাধান কর :
5x – 3y = 9
3x-5y=-1
সমাধান :
প্রদত্ত সমীকরণ
5x-3y=9………………(1)
3x-5y=-1……………(2)
সমীকরণ (1) কে 5 দ্বারা এবং সমীকরণ (2) কে 3 দ্বারা গুণ করে পাই
25x-15y=45……………..(3)
9x-15y=-3……………….(4)
16x = 48 [ বিয়োগ করে ]
বা, x = 48/16
.. x=3
সমীকরণ (1) এ x এর মান বসিয়ে পাই,
5 x 3 – 3y = 9
বা, 15 – 3y = 9
বা, – 3 y = 9 – 15
বা, – 3y = -6
বা, y = -6/- 3
.. (x, y) = (3,2)
উদাহরন ৮।
x/5 + 3/y =3
x/2 – 6/y =2
সমাধান:
প্রদত্ত সমীকরণ
x/5 + 3/y =3 ……… (1)
x/2 – 6/y =2……… (2)
(1) সমীকরণকে (2) দ্বারা গুণ করে (2) নং সমীকরণ এর সাথে যোগ করে পাই,
2x/5 + 6/y = 6…. (3)
x/2 – 6/y =2 …..(4)
2x/5 + x/2 = 8
বা, (4x+5x)/ 10 = 8
বা,9x=8×10
বা, x = 80/9
(1) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
1/5 x 80/9 +3/y = 3
বা, 16/9 +3/y = 3
বা, 3/y = 3 – 16/9
বা, 3/y = 11/9
বা, y = 27/11
.:. নির্ণেয় সমাধান (x, y) = (80/9, 27/11)