সেট অধ্যায়ের অনুশীলনী

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ সেট অধ্যায়ের অনুশীলনী  । এটি অষ্টম শ্রেনী গণিতের সেট এর অন্তর্গত।

 

সেট অধ্যায়ের অনুশীলনী

 

সেট অধ্যায়ের অনুশীলনী

১ । সেট প্রকাশের পদ্ধতি কয়টি?

ক) 1 টি

(খ) 2 টি

গ) 3 টি

ঘ) 4 টি

২ । নিচের কোনটি যে কোনো সেটের উপসেট ?

ক) {0}

খ) {0}

গ) Ø

ঘ) (Ø)

৩ । {0} সেটের উপাদান সংখ্যা কয়টি?

ক) 0

খ) 1

গ) 2

ঘ) 3

 

সেট অধ্যায়ের অনুশীলনী

 

৪ । S = {x : x জোড় সংখ্যা এবং 1 ≤ x ≤ 7} সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক?

ক) {2, 3, 4}

খ) {2, 4, 6}

গ) {1, 3, 5}

ঘ) {3, 5, 7}

৫ । A = {2, 3, 4} এবং B = {5, 7} হলে AB নিচের কোনটি?

ক)

খ) { 0 }

গ) { 5, 7 }

ঘ){2, 3, 4, 5,7}

৬। A = {x : x, জোড় সংখ্যা এবং 4 < x < 6} এর তালিকা পদ্ধতি কোনটি?

(ক) {5}

(খ) {4, 6}

(গ) { 4, 5, 6 }

(ঘ)

৭। P = {x, y, z} হলে, নিচের কোনটি P এর উপসেট নয়?

(ক) (x, y}

(খ) {x, w, z}

(গ) { x, y, z}

(ঘ)

 

সেট অধ্যায়ের অনুশীলনী

 

৮। 10 এর গুণনীয়কসমূহের সেট কোনটি ?

(ক) {1, 2, 5, 10}

(খ) {1,10}

(গ) {10}

(ঘ) {10, 20, 30}

৯ । A = {2, 3, 5} হলে-

i. A = {x ∈N : 1 <x <6 এবং x মৌলিক সংখ্যা}

ii. A = {x ∈N : 2 <x <7 এবং x মৌলিক সংখ্যা}

iii A = {x ∈N: 2 <x <5 এবং x মৌলিক সংখ্যা}

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও: U = {2, 3, 5, 7}, A = {2, 5}, B = {3, 5, 7}

১০। AC কোনটি?

ক) {2, 5 }

খ) {3, 5}

গ) {3, 7}

ঘ) {2, 7}

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

১১। AB কোনটি?

ক) {2}

খ) {5}

গ) {2, 5}

ঘ) {3, 7}

১২। সার্বিক সেট কোনটি ?

(ক) A (খ) B (গ) AUB (ঘ) U

 

সেট অধ্যায়ের অনুশীলনী

 

১৩। কোনটি Bc সেট ?

(ক) {5,6,7,8}

(খ) {2, 3, 5, 6}

(গ) {1, 4, 7, 8}

(ঘ) {3, 6}

১৪। কোনটি AB সেট ?

(ক) {2,3}

(খ) {2, 3, 5, 6}

(গ) {3, 4, 6, 7}

(ঘ) {2, 3, 4, 5, 6, 7}

১৫। কোনটি AUB সেট ?

(ক) {1, 2, 3, 4, 5, 6}

(খ) {5, 6, 7}

(গ) {8}

(ঘ) {3}

 

সেট অধ্যায়ের অনুশীলনী

 

১৬। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর :

(ক) {x : x, বিজোড় সংখ্যা এবং 3 < x <15}

(খ) {x: x, 48 এর মৌলিক গুণনীয়কসমূহ}

(গ) {x: x, 3 এর গুণিতক এবং x < 36}

(ঘ) {x: x, পূর্ণসংখ্যা এবং x2 < 10}

১৭। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর :

(ক) {3, 4, 5, 6, 7, 8)

(খ) {4, 8, 12, 16, 20, 24}

(গ) {7,11,13,17}

১৮। নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় কর :

(ক) C = {m, n}

(খ) D = {5, 10, 15}

১৯। A = {1, 2, 3}, B = {2, a} এবং C = {a, b} হলে, নিচের সেটগুলো নির্ণয় কর:

(ক) AUB

(খ) B∩C

(গ) A∩ (BUC)

(ঘ) (AUB) UC

(ঙ) (A∩B) U (BC)

২০। যদি_U = {1, 2, 3, 4, 5, 6, 7}, A = {1, 2, 5}, B = {2, 4, 7} এবং C = {4, 5, 6} হয়, তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই কর:

(ক) AUB = B∩A

(খ) (A∩B)’ = A’UB’

(গ) (AUC) = A’UC’

২১ । P এবং Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, PUQ নির্ণয় কর ।

২২। কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে।

(ক)সংক্ষিপ্ত বিবরণসহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ কর ।

(খ) উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় কর ।

(গ) যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ সেট নির্ণয় কর ।

২৩।

 

সেট অধ্যায়ের অনুশীলনী

 

ক) A সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখ ।

খ) A, B ও C কে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর এবং AnC ও AUB নির্ণয় কর।

গ) প্রমাণ কর যে, (AUB)’ = A’B’

২৪ । সার্বিক সেট U = {1, 2, 3, 4, 5, 6, 7} এর তিনটি উপসেট

A = {x ∈ N: x < 7 এবং x বিজোড় সংখ্যা}

B = {x ∈ N: x < 7 এবং x জোড় সংখ্যা }

C = {x ∈ N: x < 3 এবং x মৌলিক সংখ্যা}

ক) A ও B সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর ।

খ) (AUB)∩ (AUC) নির্ণয় কর।

গ) (BUC)’এর উপসেটগুলো লিখ ।

২৫ । যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে A ও B

ক) A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর ।

খ) A∩B নির্ণয় কর।

গ) A∩B ভেনচিত্রে দেখাও এবং A∩B এর উপসেটগুলো লিখ ।

আরও দেখুনঃ

Leave a Comment