২ ভিত্তিক সংখ্যা || Basic Math

২ ভিত্তিক সংখ্যা আমাদের বেসিক ম্যাথ [Basic Math] সিরিজের অংশ। আমরা বেসিক গণিত [Basic Math] সিরিজটি করেছি সাধারণ শিক্ষার্থীদের গণিতের মজার বিষয়গুলো দেখাবার মাধ্যমে গণিত বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে।

 

২ ভিত্তিক সংখ্যা

 

২ (দুই) একটি অঙ্ক, সংখ্যা এবং হরফ। এটি ১ এবং ৩ এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হল ২। কোনো কোনো সংস্কৃতিতে এ সংখ্যাটির ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে।

কোনো পূর্ণ সংখ্যা যদি ২ দ্বারা বিভাজ্য হয় তবে তাকে জোড় সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যাগুলো যদি কোনো জোড় সংখ্যা ভিত্তিক সংখ্যাপদ্ধতিতে (যেমন: দশমিক, ষোড়শিক ইত্যাদি) লেখা হয় তবে শুধুমাত্র সংখ্যার শেষ অঙ্কটি দেখেই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। শেষ অঙ্কটি জোড় হলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য (অর্থাৎ জোড় সংখ্যা), আর শেষ অঙ্কটি বিজোড় হলে সংখ্যাটি বিজোড় সংখ্যা। দশমিক পদ্ধতিতে ২-এর গুণিতকগুলো সবসময় ০, ২, ৪, ৬ বা ৮ দিয়ে শেষ হয়।

 

২ ভিত্তিক সংখ্যা

 

২ হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা (এ কারণে একে ব্যতিক্রমী মৌলিক সংখ্যা বলা হয়)। আবার ২-এর পরবর্তী সংখ্যা ৩-ও মৌলিক। পরপর দুটি সংখ্যা মৌলিক হওয়ার এটিই একমাত্র ঘটনা। ২ হচ্ছে প্রথম সোফিয়ে গার্মেইন মৌলিক, প্রথম ফ্যাক্টোরিয়াল মৌলিক, প্রথম লুকাস মৌলিক এবং প্রথম রামানুজান মৌলিক।

২ হল তৃতীয় (বা চতুর্থ) ফিবোনাচ্চি সংখ্যা।

  • ডিএনএ ডাবল হেলিক্সে পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডের সংখ্যা।
  • প্রথম জাদু সংখ্যা।
  • হিলিয়ামের পারমাণবিক সংখ্যা।
  • হাইড্রোজেনের আইসোটোপ – ডিউটেরিয়ামের পারমাণবিক ভর।
  • ২ প্যালাস মূল বেষ্টনীর একটি বৃহৎ গ্রহাণু যা এ পর্যন্ত আবিষ্কৃত দ্বিতীয় গ্রহাণু।
  • রোমান II (সাধারণত) দ্বিতীয়-আবিষ্কৃত উপগ্রহ বা ছোট গ্রহের নামকরণে ব্যবহৃত হয়। (যেমন: Pluto II এবং (87) Sylvia II Remus)
  • যুগ্ন তারা বা বাইনারি স্টার নামক তারা ব্যবস্থা দুইটি তারার সমন্বয়ে গঠিত হয়, যারা তাদের সাধারণ ভরকেন্দ্রকে কেন্দ্র করে আবর্তীত হয়।[৭]
  • মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের সংখ্যা।

 

সরল সহসমীকরণের অনুশীলনী ২

 

২ ভিত্তিক সংখ্যা নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment