প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান

প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান এই ক্লাসটি জেএসসি গণিত (JSC Math), তথা ৮ম শ্রেণীর গণিত (Class 8 Math) এর, ৬.১ অধ্যায়ের (Chapter 6.1) ক্লাস |

 

প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান

 

দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান

বিষয়বস্তু: দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ (৯ম-১০ম গণিত)

আলোচ্য বিষয়সমূহ: প্রতিস্থাপন, অপনয়ন, আড়গুণন ও লৈখিক পদ্ধতিতে দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান।

এই আলোচনায় থাকছে সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সরল সহসমীকরণ অর্থাৎ যে সমীকরণজোটের একটিমাত্র (অনন্য) সমাধান থাকে তার সমাধান পদ্ধতি। এখানে চারটি সমাধান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। পদ্ধতি চারটি হল:

১। প্রতিস্থাপন পদ্ধতি

২। অপনয়ন পদ্ধতি

৩। আড়গুণন পদ্ধতি ও

৪। লৈখিক পদ্ধতি

 

প্রতিস্থাপন পদ্ধতি

 

প্রতিস্থাপন পদ্ধতি কী?

প্রতিস্থাপন পদ্ধতি হল একঘাত সমীকরণ সমাধানের একটি পদ্ধতি। চল কয়েকটি উদাহরণ দেখিঃ

প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান

2x + y = 8 . . . . . . . . . . . . . . . (i)

3x - 2y = 5 . . . . . . . . . . . . . . . (ii)

(১) প্রথমে সুবিধামত একটি সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন:

(i) নং সমীকরণ থেকে পাই,

y = 8 - 2x . . . . . . . . . . . . . . . (iii)

(২) প্রাপ্ত মান অপর সমীকরণে বসালে এক চলকবিশিষ্ট সমীকরণ পাওয়া যায়। যেমন:

(ii) নং সমীকরণে y = 8 - 2x বসিয়ে পাই,

3x - 2(8 - 2x) = 5

(৩) অতঃপর সমীকরণটি সমাধান করে চলকটির মান পাওয়া যায়। যেমন:

3x - 16 + 4x = 5

বা, 7x = 5 + 16

বা, 7x = 21

বা, x = \frac{21}{7}

\therefore x = 3

(৪) এই মান প্রদত্ত সমীকরণের যে কোনোটিতে বসালে অপর চলকের মান পাওয়া যায়। তবে যেখানে একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেখানে বসালে সমাধান সহজ হয়। যেমন:

(iii) নং সমীকরণে x = 3 বসিয়ে পাই

y = 8 - 2 \times 3

বা, y = 8 - 6

\therefore y = 2

\therefore সমাধান (x, y) = (3, 2)

সরল সহসমীকরণের অনুশীলনী ২

অপনয়ন পদ্ধতিতে সমাধান

2x + y = 8 . . . . . . . . . . . . . . . (i)

3x - 2y = 5 . . . . . . . . . . . . . . . (ii)

(১) প্রথমে সুবিধামত একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যেকোনো একটি চলকের সহগের পরমমান সমান হয়। যেমন:

(i) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই,

4x + 2y = 16

(২) প্রয়োজনমত সমীকরণ দুইটিকে যোগ অথবা বিয়োগ করলে সহগ সমানকৃত চলকটি অপসারিত হয়। যেমন:

3x - 2y = 5

4x + 2y = 16

———————-

7x = 21  [যোগ করে]

(৩) অতঃপর সমীকরণটি সমাধান করলে বিদ্যমান চলকটির মান পাওয়া যায়। যেমন:

7x = 21

বা, x = \frac{21}{7}

\therefore x = 3

(৪) এই মান সুবিধামত প্রদত্ত সমীকরদ্বয়ের যে কোনোটিতে বসালে অপর চলকের মান পাওয়া যায়। যেমন:

(i) নং সমীকরণে x = 3 বসিয়ে পাই

2 \times 3 + y = 8

বা, 6 + y = 8

বা, y = 8 - 6

\therefore y = 2

\therefore সমাধান (x, y) = (3, 2)

প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান :

Leave a Comment