এপোলনিয়াসের উপপাদ্য || Higher Math

এপোলনিয়াসের উপপাদ্য এসএসসি উচ্চতর গণিত (SSC Higher Math), তথা নবম শ্রেণীর উচ্চতর গণিত (Class 9 Higher Math) এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত (Class 10 Higher Math) এর, ৩ অধ্যায়ের (Three Chapter) ক্লাস |

 

এপোলনিয়াসের উপপাদ্য

 

প্রমাণ-এ্যাপোলোনিয়াসের উপপাদ্য

ত্রিভূজের যেকোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ঐ বাহুর সমদ্বিখন্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ।

 

এপোলনিয়াসের উপপাদ্য

 

বিষয়বস্তু: জ্যামিতি (৯ম-১০ম উচ্চতর গণিত)

এই প্রমাণটি বুঝতে হলে যে পূর্বজ্ঞান থাকা প্রয়োজন:

  • স্থূলকোণী ও সূক্ষ্মকোণী ত্রিভূজ
  • লম্ব অভিক্ষেপ
  • স্থূলকোণী ত্রিভূজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ঐ দুই বাহুর যেকোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান।
  • যেকোনো ত্রিভূজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ঐ দুই বাহুর যেকোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমান কম।
google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

উপপাদ্য প্রমান:

ত্রিভূজের যেকোনো দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ঐ বাহুর সমদ্বিখন্ডক মধ্যমার উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ।

সমাধান

বিশেষ নির্বচন: \triangle ABC এর AD মধ্যমা BC  বাহুকে সমদ্বিখন্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে,

AB^2 + AC^2 = 2(AD^2 + BD^2)

প্রমাণ: BC বাহুর উপর (চিত্র-১) এবং BC  বাহুর বর্ধিতাংশের উপর (চিত্র-২) AE  লম্ব আকি।

এখন, ABD স্থূলকোণী ত্রিভূজের \angle ADB স্থূলকোণ এবং BD এর উপর AD  এর লম্ব অভিক্ষেপ DE

তাহলে, AB^2 = AD^2 + BD^2 + 2BD.DE —————– (i)

আবার, ADC সূক্ষ্মকোণী ত্রিভূজের \angle ADC সূক্ষ্মকোণ এবং BD এর বর্ধিতাংশের উপর AD  এর লম্ব অভিক্ষেপ DE

তাহলে, AC^2 = AD^2 + CD^2 - 2CD.DE

বা, AC^2 = AD^2 + BD^2 - 2BD.DE —————– (ii) [যেহেতু BD = CD]

(i) + (ii)

AB^2 + AC^2 = 2AD^2 + 2BD^2

;\therefore AB^2 + AC^2 = 2(AD^2 + BD^2)

(প্রমাণিত)

এপোলোনিয়াসের সমস্যা

সেট অধ্যায়ের অনুশীলনী

 

 

আরও দেখুনঃ

Leave a Comment